প্রবন্ধ
উক্তি ও উপদেশ
“রোগীর সেবা করা, রাত জেগে নফল ইবাদতের চেয়ে উত্তম।“
“গুনাহের সমুদ্রে হাবুডুবু খেলেও নামাজ তরক করো না ৷”
“মানুষকে তুমি তোমার সবটুকু দিয়েও রাজী করাতে পারবে না।
কিন্তু
তোমার রব সামান্য ইবাদাতেই রাজি হয়ে যায়!”
“যখন কোন কিছু বলতে না পারো কান্না করে নিও, কেননা আল্লাহ্ তো সবই জানেন।“
“কখনো কারো মনে দুঃখ দিও না। কারণ, সে যদি সহ্য করে তা আল্লাহর উপর ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি অনেক ভয়ানক হবে!”
“ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিও না ।কারণ এটা তোমার উপর আল্লাহর দয়া যে, তিনি তাঁর সৃষ্টকে তোমার দুয়ারে পাঠিয়েছে।“
মহানবী হযরত মোহাম্মদ সাঃ এর বরাত দিয়ে মাওলানা তারিখ জামাল উক্ত উক্তিটি করেন।“মানুষের সাথে সামান্য বিষয়ে মনোমালিন্য হলে,
আপনাকে ছেড়ে চলে যায়!
আর আল্লাহ আপনার সামান্য ইবাদতেও, রাজি হয়ে যায়।“আগুন লাগিয়ে দাও অই টাকায় যার জন্য মিথ্যা বলতে হয় ।“
“আমার নবীর দুই পিলার, ইবাদাত আর নামাজ । নামাজ কাযা করো না।“
“স্ত্রীগণ স্বামীর উপর অত্যাচার করো না। স্বামীগণ স্ত্রীদের উপর অত্যাচারে করো না।“
“তোমার ঘরকে জান্নাত বানাও। ঘর জান্নাত টাকা দিয়ে হয়না, নবীওয়ালা চরিত্রের মাধ্যেমে হয়।“
“মা বাপকে সম্মান করো, জান্নাত পেয়ে যাবে।“
ভুল থেকেই মানুষ শিখে, কিন্তু সে ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল। কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন,সে সুযোগটিই ছিল আপনার জীবনের শেষ সুযোগ।
বন্ধু খারাপ হওয়ার কারনে অনেক ভালো মানুষ আস্তে আস্তে খারাপ হয়ে যায়।বহু গুনাহে লিপ্ত হয়ে পড়ে।অবশেষে সেই দিন এসে যায যেদিনের জন্য কেউ প্রস্তুত থাকে না। ফলে আল্লাহর কাছে আর তাওবা করার সুযোগ থাকেনা।আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর পূর্বে হলে যেন খাটি দিলে তাওবা করা তাওফিক দান করেন। আমিন
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ওলী হওয়ার সহজ পথ
[প্রদত্ত বয়ান থেকে সংগৃহীত] হামদ ও সালাতের পর… আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে আজ এখানে একত্র করেছেন ...
গোনাহের ক্ষতি - ১ম পর্ব
...
‘এ দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য হচ্ছে দ্বীনের তলব পয়দা করা’
...
আল্লামা যাহেদ কাউসারীর বাণী সমগ্র থেকে -
...