আবদুল্লাহ আল মাসউদ

জন্ম ১৯৯২ সাল ১৬ জানুয়ারিতে। জন্মস্থান নোয়াখালি জেলার সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশারখিল গ্রামে।
মক্তব গমনের মধ্য দিয়ে তার পড়ালেখার হাতেখড়ি। এরপর ক’বছর নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা। তারপর ঢাকার টিকাটুলি জামে মসজিদে অবস্থিত ‘তাহফীজুল কুরআন মাদরাসায়’ থেকে হিফজুল কুরআন সমাপন করে ভর্তি হন ঢাকার বিখ্যাত ধর্মীয় বিদ্যাপীঠ যাত্রাবাড়ি বড় মাদরাসায়। সেখান থেকেই দাওরা হাদীস সমাপন করেন এবং মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড ‘আলহাইআতুল উলইয়া’ এর কেন্দ্রিয় পরীক্ষায় মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেন। পরবর্তীতে উক্ত প্রতিষ্ঠান থেকেই উচ্চতর হাদীস গবেষণা বিভাগ (উলুমুল হাদীস) ও উচ্চতর ইসলামী আইন গবেষণা বিভাগ (ইফতা) থেকে ডিগ্রি নেন।
তিনি লেখালেখির সাথে যুক্ত আছেন অনেকদিন ধরে। মৌলিক, অনূদিত ও সম্পাদিত─ সব মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ইতিমধ্যে পঞ্চাশের কৌটা অতিক্রম করেছে। বিস্তারিত জানতে ভিজিট করা যেতে পারে তার ব্যক্তিগত ওয়েবসাইট www.aamasud.com
বর্তমানে তিনি আরবীভাষা শিক্ষাদানে খ্যাতি অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহ.তে উস্তায হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি অনলাইন মাধ্যমকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জন্য ধর্মীয় শিক্ষাকে সহজলভ্য করার পেছনে পরিশ্রম করে যাচ্ছেন। এই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন অনলাইন শিক্ষাপ্রতিষ্ঠান নূরুল কুরআন একাডেমি (www.nlquran.com)। এতে রয়েছে কুরআন শিক্ষা, কুরআন শুদ্ধকরণ, কুরআন হিফজসহ আরবীভাষা ও সাহিত্য এবং তাফসীর-হাদীস-ফিকহ-আকীদা ইত্যাদী শরীয়তের বিভিন্ন বিষয়ের উপর পেইড ও ফ্রি কোর্সসমূহ। ইতিমধ্যে এই প্রতিষ্ঠান দেশের গ্রহণযোগ্য আলেমদের ভালবাসা, আস্থা ও স্বীকৃতি অর্জন করতে সক্ষম হয়েছে।