মুফতী লুৎফুর রহমান ফরায়েজী হাফি.

Blog Writer Image

জন্মতারিখ ও জন্মস্থানঃ 

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার শুকুন্দী গ্রামের ফরাজী পড়ার আলেম পরিবারে ১৯৮৮ সালের ২১ ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন।

পিতা ছিলেন এলাকার একজন সর্বজন শ্রদ্ধেয় বিদগ্ধ আলেম মাওলানা আব্দুর রহমান ফরায়েজী রহঃ। যিনি শামসুল হক ফরীদপুরী রহঃ, মাওলানা আব্দুল ওয়াহহাব পীরজী হুজুর রহঃ এবং হযরত হাফেজ্জী হুজুর রহঃ ও ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহঃ এর সোহবতধন্য বুযুর্গ আলেম। দাদা ছিলেন মাওলানা ইয়াকুব রহঃ।


শিক্ষাজীবনঃ

প্রথমিক মক্তব পড়েন মনোহরদী নূরানী মাদরাসায়। তারপর তিন বছর নরসিংদী শহরের সাহেপ্রতাব মাদরাসায় তিন বছর পড়াশোনা শেষে ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শারইয়্যাহ মালিবাগে শরহে বেকায়া থেকে দাওরায়ে হাদীস এবং ইফতা সম্পন্ন করেন।

দাওরায়ে হাদীস সম্পন্ন করেন ২০০৭/৮ শিক্ষাবর্ষে এবং ইফতা ২০০৮/৯ শিক্ষাবর্ষে ইফতা সম্পন্ন করেন।

এছাড়া ইংরেজী ভাষার উপর বিশেষ কোর্স সম্পন্ন করেন ঢাকার মালিবাগ মোড়ের এফএম মেথড ক্যাম্পাস থেকে।


যেসব উল্লেখযোগ্য উস্তাজ থেকে শিক্ষা অর্জন করেছেন

১ শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানী রহঃ এর স্নেহধন্য ছাত্র কাজী মু’তাসিম বিল্লাহ নাওরাল্লাহু মারক্বাদাহু।

২ শাইখুল হাদীস আল্লামা আবূ সাবের আব্দুল্লাহ দা.বা.।

৩ আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া রহঃ।

৪ আল্লামা আব্দুল মতীন দা.বা.

৫ শাইখুল হাদীস জাফর আহমাদ সাহেব দা.বা.।

৬ মুফতী হাফীজুদ্দীন দা.বা.

৭ মুফতী আব্দুস সালাম দা.বা.। প্রমূখ।


কর্মজীবনঃ

ইফতা সম্পন্ন করার পরের বছরই স্বীয় উস্তাজ মুফতী হাফীজুদ্দীন সাহেব প্রতিষ্ঠিত জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকায় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সাল পর্যন্ত সেখানে সুনামের সাথে শিক্ষকতার দায়িত্ব পালন করেন।

২০১৪ সাল থেকে www.ahlehaqmedia.com নামে একটি ফিক্বহ ও ফাতওয়ার একটি ওয়েব সাইটে প্রশ্নোত্তর ও বিষয়ভিত্তিক প্রবন্ধ লিখা শুরু হয়। যা খুবই অল্প সময়ে বাংলাভাষী ধর্মপ্রাণ মানুষের আস্থার সাইটে পরিণত হয়।

২০১৪ সাল থেকে অধ্যবধি লা মাযহাবী ফিরক্বা ও বিদআতিসহ নানাবিধ ধর্মীয় ভ্রান্ত ফিরক্বার সাথে বাহাস মুনাজারায় অংশ নিয়ে বিজয়ী হয়ে হক ও হক্কানিয়্যাতের মশাল উজ্জ্বল করেন।

জামিয়াতুস সুন্নাহ ঢাকা কামরাঙ্গিরচর মাদরাসা ও জামিয়া ইসলামিয়া দারুল হক হাজারীবাগ মাদরাসার প্রধান মুফতী হিসেবে বর্তমানে কর্মরত আছেন। এছাড়া কাসিমুল উলুম আলইসলামিয়া সালেহপুর আমীনবাজার মাদরাসায় ইফতার শিক্ষকতার পাশাপাশি জামিয়া ইসলামিয়া কাপাসিয়া গাজীপুর মাদরাসায় শাইখুল হাদীস হিসেবে বুখারী আউয়ালের দারস প্রদান করছেন।


ইসলাহী সম্পর্কঃ

অধ্যক্ষ মীযানুর রহমান দামাত বারাকাতুহুম এর সাথে ইসলাহী সম্পর্ক রাখেন। হযরত থেকে ইযাযতও পেয়েছেন।

লেখালেখিঃ

www.ahlehaqmedia.com সাইটে চার হাজারের অধিক লিখিত মাসায়েল ও বিষয়ভিত্তিক প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হয়েছে।

এছাড়া একাধিক বই প্রকাশিত হয়েছে:

যেমন:

ফাযায়েলে আমাল ও উলামায়ে দেওবন্দ: আপত্তি ও খন্ডন। [রাহনূমা প্রকাশনী]

লা মাযহাবীদের দলীলহীন মতবাদ।

কারবালা কাহিনী ও তার প্রকৃত স্বরূপ। [পুনরায় প্রকাশনী] ইত্যাদি।

 

খিদমতের বিস্তৃতিঃ

দরস ও তাদরীসের পাশাপাশি বিষয়ভিত্তিক প্রবন্ধ নিবন্ধ এবং নিয়মিত বিভিন্ন বিষয়ে দলীলভিত্তিক লেখালেখি করে থাকেন। এছাড়া বিভিন্ন ফিরক্বার সাথে বাহাস ও মুনাজারায় অংশ নিয়ে থাকেন।

উম্মাহের মাঝে হেদায়াতের বাণী পৌঁছে দিতে দেশের বিভিন্ন প্রান্তে দাওয়াতী সফরও করে থাকেন।

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী হাফি.-এর বয়ানসমূহ

মুফতী লুৎফুর রহমান ফরায়েজী হাফি.-এর প্রবন্ধসমূহ