শাঈখ মহিউদ্দীন ফারুকী

Blog Writer Image

মাওলানা মহিউদ্দীন ফারুকী- একজন আলেম শিক্ষাবিদ, গবেষক ও লেখক-অনুবাদক। তার পিতার নাম হাফেজ মো: আব্দুল কাদের এবং মাতার নাম তাহেরা খাতুন। ১৯৮৭ সালের ২৮ জুন জন্ম গ্রহণ করেন তিনি।  

২০০২-২০০৩ইং শিক্ষাবর্ষে কামরাঙ্গীর চর মাদরাসায়ে নূরিয়া থেকে দাওরা সম্পন্ন করি এবং ২০০৪ ও ২০০৬ সালে মাদরাসা শিক্ষাবোর্ড থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন। পাশাপাশি ২০০৫ সালে শায়খ শহীদুল্লাহ ফজলুল বারী (রহ.) -এর উচ্চতর আরবি ভাষাকোর্সের মাধ্যমে আধুনিক আরবি শিখেন। এওপর ২০০৭ সালে স্কলারশীপ পেয়ে উচ্চতর পড়াশুনার জন্য মদিনা বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং ২০১৭ -এর ফেব্রুয়ারী তে আরবি ভাষা বিজ্ঞানে এমফিল সমাপ্ত করে দেশে ফেরেন।

মদিনায় থাকাকালীন সময়ে সৌদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হাজিদের খেদমতের জন্য স্থানীয় দাওয়া সেন্টারে প্রথমে সদস্য এবং পরে টিম লিডার হিসেবে দীর্ঘ দশ বছর কাজ করেন মাওলানা মহিউদ্দীন ফারুকী। এছাড়া মসজিদে নববির আঙিনায় কোরআন মিউজিয়ামে অনুবাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

২০১২ সালে রিয়াদে ‘দেশ পরিচিতি’ প্রতিযোগীতায় আরবি ভাষায় বাংলাদেশের ভৌগলিক ও সংস্কৃতিক পরিচিতি তুলে ধরার মাধ্যমে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ২০১৩ সালে মদিনা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের পরিচয় ও সংস্কৃতি শীর্ষক প্রতিযোগীতায় ফারুকীর নেতৃত্বে বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে। এছাড়া ২০১৫ সালে মদিনায় তার নেতৃত্বে হাজিদের সেবায় বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করে। তখন তিনি ব্যাক্তিগতভাবে প্রদত্ত সেবায় এশিয়ার শ্রেষ্ঠ সুপাভাইজার নির্বাচিত হন। 

শাঈখ মহিউদ্দীন ফারুকী-এর বয়ানসমূহ