মুনাজিরে ইসলাম আল্লামা আমীন সফদর রহঃ

মাওলানা মুহাম্মাদ আমীন সফদর ছাহেব (ইবনে ওলী মুহাম্মাদ ইবনে পীর মুহাম্মাদ)-এর জন্ম ১৮যিলহজ্ব ১৩৫২ হিজরী মোতাবেক ৪এপ্রিল ১৯৩৪ ঈ. এবং মৃত্যু ৩ শাবান ১৪২১ হিজরী মোতাবেক ৩১ অক্টোবর ২০০০ ঈ.। তিনি পাকিস্তানের ‘উকাড়া’র অধিবাসী ছিলেন এবং প্রাইমারী স্কুলের শিক্ষক ছিলেন। বাতিলের বিরুদ্ধে কামিয়াব মুনাযির ছিলেন। ১৪১০ হিজরীতে জামেয়াতুল উলূমিল ইসলামিয়া বিন্নূরী টাউন -এর আততাখাসসুস ফিদদাওয়া ওয়াল ইরশাদ বিভাগের পরিচালক হিসেবে যোগদান করেন। শাওয়াল ১৪১৩ হিজরী মোতাবেক ১৯৯৩ ঈ. জামেয়া খাইরুল মাদারিস মুলতান চলে যান এবং মৃত্যু পর্যন্ত সেখানেই দ্বীনী খিদমত আঞ্জাম দিতে থাকেন।
তাঁর মূল কর্মক্ষেত্র ছিল ‘মুনাযারা’ এবং তাঁর রচনাবলিও মুনাযারাধর্মী। কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত সহজ-সরল, বিনয়ী ছিলেন। সূক্ষ্মদর্শী গবেষক, বিস্তৃত পড়াশোনা ও প্রতুৎপন্নমতিত্ব সম্পন্ন আলিম ছিলেন। অনেক কম মানুষ তাকে চিনেছেন। খাইরুল মাদারিস-এর দায়িত্বশীলরা তার উপর ‘আলখাইর’ পত্রিকার বিশেষ সংখ্যা বের করে একটি ভালো কাজ করেছেন। ১৪২২ হিজরীর পঞ্চম থেকে অষ্টম সংখ্যা পর্যন্ত এই বিশেষ সংখ্যা। (মাসিক আলকাউসার)