মাওলানা নূর আলম খলীল আমিনী

মাওলানা নূর আলম খলীল আমিনী হাফি.। আরবী ও উর্দূভাষার বরীত পন্ডিত।মুফাক্কিরে ইসলাম আবুল হাসান আলী নদভী রহঃ এর সুহবতপ্রাপ্ত,আল্লামা ওয়াহিদুজ্জামান কেরানভী রহঃ এর সুযোগ্য শাগরিদ। দারুল উলুম দেওবন্দের আরবী সাহিত্যবিভাগীয় প্রধান। "আদ দাঈ" আরবী মাসিক পত্রিকার সম্পাদক । ডজনোর্ধ বইয়ের জনক।