মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী

সম্পূর্ণ নাম:
শাহ মুহাম্মাদ হাবীবুল্লাহ মাহমুদ ক্বাসেমী হাফিযাহুল্লাহ
পদবি: (Acc to 2024)
খতীব: বাইতুস সালাম জামে মসজিদ, ইকবাল রোড, মুহাম্মাদপুর, ঢাকা।
সিনিয়র মুহাদ্দিস: জামিয়া মাদানিয়া বারিধারা, মাদানি এভিনিউ, বারিধারা, ঢাকা।
পরিচিতি:
মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী হাফিযাহুল্লাহ নামে সুপরিচিত। তিনি দেশের অন্যতম খতিব এবং ইসলামি আলোচক হিসেবে পরিচিতি লাভ করেছেন।
পরিবার:
তিনি বড় হয়েছেন জেনারেল শিক্ষিত এক পরিবারে। তার পিতা ইঞ্জিনিয়ার মুহিব্বুল্লাহ ছাহেব , যিনি তাবলীগের মেহনতের উসিলায় দ্বীনের পথে আসেন এবং তার সন্তানদের মাদ্রাসায় দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন।
পিতা: ইঞ্জিনিয়ার মুহিব্বুল্লাহ ছাহেব (দা.বা.)
ভাই: মুফতী শাহ মুহাম্মাদ ফয়জুল্লাহ ক্বাসেমী
শিক্ষাজীবন:
ছোটবেলা থেকেই মেধাবী এবং সুললিত কণ্ঠের অধিকারী ছিলেন।
হিফয: জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদ্রাসা, মিরপুর, ঢাকা।
দাওরায়ে হাদিস: দারুল উলুম মাদানীনগর মাদ্রাসা, নারায়ণগঞ্জ।
উচ্চতর শিক্ষা: দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। দেওবন্দে থাকাকালীন তিনি পাঁচ বছর ধরে কেন্দ্রীয় মসজিদে ইমামত ও খুতবা প্রদানের সুযোগ পান। এখানেই তিনি ফাতওয়ায়ে শামীর উপর একটি গবেষণামূলক কোর্স সম্পন্ন করেন এবং আকাবির উস্তাযদের নেকনজর ও সুহবত লাভ করেন।
ছাত্রজীবন থেকেই তার তিলাওয়াত এবং আদব-আখলাকের সুখ্যাতি ছিল। দেওবন্দের ইমামতির পাশাপাশি তিনি বড়দের ভালোবাসার পাত্র হয়ে ওঠেন এবং বিশেষত শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানি রহ. এর খলিফা শায়খ ইদ্রিস সন্দ্বীপি রহ. এর নেকনজর প্রাপ্ত হন। দেওবন্দে থাকার সময় বর্তমান সদরুল মুদাররিস মাওলানা সায়্যিদ আরশাদ মাদানি হাফিযাহুল্লাহ’র সাথে তার ইসলাহি সম্পর্ক গড়ে ওঠে।
কর্মজীবন:
দেওবন্দ থেকে ফিরে তিনি জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে বাইতুস সালাম মসজিদ, ইকবাল রোড, মুহাম্মাদপুরে খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। একজন আদর্শ খতিব হিসেবে তার খুতবা ও বয়ান দেশজুড়ে প্রসিদ্ধ।
বর্তমানে ইকবাল রোড মসজিদের খোতবাতের সাথে তিনি সাভারে জামিয়া ইসলামিয়া হারুনিয়া মাদ্রাসায় শাইখুল হাদিস এবং বারিধারা মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করছেন।