মুফতী আমানুল হক

Blog Writer Image
জন্ম ও পরিবার

মুফতি আমানুল হক হাফি. ২২ আগষ্ট ১৯৭২ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আব্দুল মজিদ মোল্লা (মৃত) ও মাতার নাম সুফিয়া বেগম।

শিক্ষাজীবন

তিনি দারুল উলূম সাইদিয়া মাদ্রাসা, বাসাবো থেকে হিফজ সম্পন্ন করেন। দারুল উলুম দেওবন্দ থেকে ১৯৯৬-৯৭ শিক্ষাবর্ষে দাওরা ও ১৯৯৭-৯৮ শিক্ষাবর্ষে ইফতা সম্পন্ন করেন।

বহির্বিশ্বে সফর

তিনি দাওয়াত ও তাবলীগ মেহনতের নিসবতে  বিশ্বের অনেক দেশে সফর করেছেন। তাঁর সফর করা দেশগুলো হলো-

  • ভারত
  • পাকিস্তান
  • কাতার
  • ওমান
  • সংযুক্ত আরব আমিরাত
  • জর্ডান
  • কুয়েত
  • ইয়েমেন
  • সিঙ্গাপুর
  • ইন্দোনেশিয়া
  • মালয়েশিয়া
  • থাইল্যান্ড
  • সুদান
  • চাঁদ
  • ক্যামেরুন
  • তানজানিয়া
  • মরিশাস
  • মাদাগাস্কার
  • রিইউনিয়ন
  • মাইওত
  • দক্ষিন আফ্রিকা
  • আমেরিকা
  • সৌদি আরব

কর্মজীবন

তিনি ১৯৯৯ সাল থেকে বর্তমান পর্যন্ত বাহাদুর শাহ পার্ক জামে মসজিদে ইমাম ও খতিব হিসেবে সম্মানের সাথে কর্মরত আছেন।

মাদ্রাসা নুরুল কুরআন-এ ২০০২ সাল থেকে বর্তমান পর্যন্ত মুহতামিম হিসেবে দায়িত্বরত আছেন।

এছাড়া তিনি প্রতিষ্ঠাতা ও মুহতামিম হিসেবে আল জামিয়াতুল ইসলামিয়া দারুত তালীম ওয়াত তরবিয়াহ, কেরানীগঞ্জ এবং উপদেষ্টা হিসেবে আল জামিয়াতুল ইসলামিয়াহ শেখ মুসলেমুদ্দীন, হলুদিয়া, মুন্সীগঞ্জ-এ দায়িত্বরত আছেন।

মুফতী আমানুল হক-এর বয়ানসমূহ