মুফতী ইসহাক মাহমুদ হাফি.

Blog Writer Image

ইসহাক মাহমুদ

জন্মতারিখ জন্মস্থানঃ 

লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন লুধুয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ২৬ মার্চ ১৯৮৬ ইং সনে জন্মগ্রহণ করেন পিতার নাম মাওলানা ফারুক আহমাদ (হাজী সাহেব হুজুর)

দাদা হলেন উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ হযরত হাফেজ্জী হুজুর রাহিমাহুল্লাহ এর ভাই আল্লামা কারী ইউসুফ আকরামী রহিমাহুল্লাহ

শিক্ষাজীবনঃ

প্রাথমিক মাকতাব পড়াশোনা শুরু হয় হাফিজ্জী হুজুর রহিমাহুল্লাহ এর জন্মস্থানে তাঁর প্রতিষ্ঠিত মাদরাসা ইশাআতুল উলুম লুধুয়া রায়পুর লক্ষ্মীপুরে

নানারবাড়ি কামরাঙ্গীরচরে হওয়ার কারণে এবং পিতা হাজী সাহেব হুজুর জামিয়া নূরিয়ার মুহাদ্দিস হওয়ার সুবাদে নানার বাড়িতে বেড়াতে আসলে জামিয়া নূরিয়ার মাকতাবেও পড়াশোনা করার সুযোগ লাভ করেন

প্রবিত্র গ্রন্থ আল-কুরআন হিফজ করেন লুধুয়া মাদরাসার হিফজ বিভাগে হাফেজ আবু তাহের (কুমিল্লা হুজুর)- এর নিকট

কুরআনুল কারীম হিফয সম্পন্ন করার পর বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি আরবি ভাষা শিখছেন কিতাব বিভাগের প্রথম জামাত থেকে দাওরায়ে হাদীস (মাস্টার্স) পর্যন্ত নিজ গ্রামের বাড়িতে লুধুয়া মাদরাসায় পড়াশোনা সমাপন করেন

এরপর নিজ পিতার ওস্তাদে মুহতারাম ফকীহুল মিল্লাত হযরত মাওলানা মুফতী আব্দুর রহমান রাহিমাহুল্লাহ এর প্রতিষ্ঠিত মারকাযুল ফিকরিল ইসলামী [ইসলামিক রিসার্চ সেন্টার] বসুন্ধরায়আততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতাবিভাগে ভর্তি হন

সে বিভাগে মুফতী জামাল উদ্দিন সাতকানিয়া হুজুর রহিমাহুল্লাহ এর বিশেষ নেগরানীতে দু'বছরআততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতাসুনামের সাথে সম্পন্ন করেন এই সময়ে ফকীহুল মিল্লাত রহিমাহুল্লাহ এর স্নেহ দৃষ্টি থাকায় বসুন্ধরা মাদরাসার মসজিদে তারাবীহ পড়ানোর সৌভাগ্য লাভ করেন

যে সমস্ত মনীষীদের নিকট হতে ইলমে হাদীসের সনদ অর্জন করেনঃ

.দারুল উলুম দেওবন্দের প্রবীণ ওস্তাদ আমিরুল হিন্দ হযরত মাওলানা আরশাদ মাদানী হাফিযাহুল্লাহ এর কাছে তিরমিজি শরীফ সহ অন্যান্য হাদীসের কিতাবের সনদ লাভ করেন

২.দারুল উলূম দেওবন্দের তৎকালীন সদরুল মুদাররিসিন শাইখুল হাদীস হযরত মাওলানা মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহিমাহুল্লাহ এর কাছে তিরমিজী শরীফ সহ অন্যান্য হাদীসের কিতাবের সনদ লাভ করেন

.ফক্বীহুল মিল্লাত মুফতী আব্দুর রহমান রাহিমাহুল্লাহ এর কাছে হাদীসে মুসালসালাত সহ সকল হাদীসের কিতাবের সনদ লাভ করেন

.বসুন্ধরায় অধ্যায়নকালে ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী হাফিজাহুল্লাহ বাংলাদেশ সফরে আসলে বসুন্ধরা বড় মসজিদে শাইখের কাছ থেকে হাদীসে মুসালসালাতের সনদ লাভ করেন

.ওলামা বাজার এর শাইখুল হাদীস মুহতামিম হযরত মাওলানা নুরুল ইসলাম আদীব সাহেব হুজুরের কাছে হাদীসের সকল কিতাবের সনদ লাভ করেন

কর্মজীবনঃ

বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার থেকেআততাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতাশেষ করে ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মাদরাসায় ২০০৯ সাল / ১৪৩০ হিজরী শাওয়াল মাস থেকে শিক্ষক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবনের সূচনা হয়। 

এ প্রতিষ্ঠানে হিদায়াতুন নাহু, সিরাজী, হিদায়া, জালালাইন শরীফ, মিশকাত শরীফ, শরহে আক্বাইদসহ বিভিন্ন বিষয়ের জটিল কিতাবগুলো কৃতিত্বের সঙ্গে অধ্যাপনা করে যাচ্ছেন

জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়ায় দাওরায়ে হাদীস (মাস্টার্স) চালু করার পর প্রথম বছর থেকে তিরমিযী শরীফ প্রথম খন্ড সুনামের সাথে পড়াচ্ছেন

এরসাথেআশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ” (শামায়েলে তিরমিযী) পাঠদান করে যাচ্ছেন

জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া এর মজলিসে এলমির মুরুব্বিগণ ২০১১ সালের জুলাই মাসের ১৮ তারিখে হযরতকে জামিয়ার নাজিমে তা'লীমাত (শিক্ষা সচিব) এর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেন

আলহামদুলিল্লাহ, অদ্যাবধি তিনি নাজিমে তা'লীমাত (শিক্ষা সচিব) এর গুরু দায়িত্ব সুনামের সাথে আঞ্জাম দিয়ে আসছেন

ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মাদপুর, ঢাকা [মোহাম্মাদপুরস্থ কওমি মাদরাসাসমূহের ঐক্যবদ্ধ ফোরাম] এর চতুর্থ মেয়াদেপরীক্ষা নিয়ন্ত্রকছিলেন ২০১৬ সালের ১০ আগস্ট থেকে ২০১৯ সালের ২৮ জুলাই পর্যন্ত

২০১০ সালের ১৮ আগস্ট মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং সোসাইটি ৬নং রোডে অবস্থিত বাইতুল ওয়াহহাব জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন অদ্যাবধি এই খিদমত সুনামের সাথে করে যাচ্ছেন

২০১৮ সালের  জানুয়ারি জামিয়া ইসলামিয়া বাইতুল ফালাহ এর মুহাদ্দিস মসজিদ- নূরের সম্মানিত খতীব মুফতী কামারুযযামান কাসেমী সাহেবের পরামর্শক্রমে ঢাকার মোহাম্মদপুরে নবোদয় সি ব্লক জামে মসজিদে খতীব হিসেবে যোগদান করে অদ্যাবধি এই খিদমত সুনামের সাথে করে আসছেন

২০১৯ সালের ১ জানুয়ারি বাংলা ভাষায় সবচেয়ে সমৃদ্ধ অনলাইন ইসলামিক প্লাটফর্ম ইসলামিক অ্যাপ "মুসলিম বাংলা" তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করে অধ্যাবধি দক্ষতার সাথে পালন করছেন

ইসলাহী সম্পর্কঃ

২০০৪ সালে সর্ব প্রথম ইসলাহী সম্পর্ক গড়ে তুলেন মুহীউস সুন্নাহ হযরত মাওলানা আবরারুল হক হারদুঈ রাহিমাহুল্লাহ এর কাছে

হারদুঈ হযরত এর ইন্তেকালের পর ফেনী ওলামা বাজারের হযরত মরহুম সাইয়্যিদ আহমাদ রহিমাহুল্লাহর কাছে বাইয়াত গ্রহণ করেন

তার ইন্তিকাল হয়ে গেলে প্রফেসর হামীদুর রহমান রাহিমাহুল্লাহর কাছে বাইয়াত গ্রহণ করেন

প্রফেসর রাহিমাহুল্লাহর ইন্তেকালের পর বর্তমানে বাইআত গ্রহণ করেছেন জা-নাশীনে মহীউস সুন্নাহ (হারদুঈ হযরত রাহিমাহুল্লাহ এর জামাতা) হাকীম কালিমুল্লাহ [আলীগড়ের হযরত] এর কাছে

লেখালেখিঃ

দরস-তাদরীসখেতাবত ও ইমামাতের খিদমাতের পাশাপাশি যখন যেভাবে লেখনীর মাধ্যমে খিদমত করার প্রয়োজন মনে করেন তখন লিখনীর মাধ্যমেও দ্বীনের খেদমত করে থাকেন

মুসলিম বাংলার দ্বীনী জিজ্ঞাসা সেকশনে নিয়মিত লেখনীর মাধ্যমে হাজারও মানুষের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন

এছাড়াও তাঁর আরেকটা লেখনী রয়েছেতাকসীমুত তারাবীহনামে

https://muslimbangla.com/book/5770/

খিদমতের বিস্তৃতিঃ

খিদমতের পরিধি অনেক ব্যাপকমুসলিম বাংলা সাপ্তাহিক তাফসীর প্রশ্ন-উত্তর পর্ব সহ দেশের বিভিন্ন জায়গায় বয়ান নসীহতের মাধ্যমে ইসলামের খিদমত আঞ্জাম দিয়ে থাকেন দেশের বিভিন্ন জায়গায় ইসলামের মৌলিক শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য মকতব চালু করেন

এছাড়াও যখন যেখানে ইসলামের খিদমত করার সুযোগ পান তখন সেখানে বীরের মতো ঝাঁপিয়ে পড়েন

হযরতের সবচেয়ে বড় মিশন হলো, প্রতিটা ঘর যেন ইসলামের আলোয় আলোকিত হয় এবং প্রতিটা মানুষ যেন ঈমানের রঙে রঙিন হয়ে যায়, কুরআনের আলোয় আলোকিত হয়, এই চিন্তা ফিকির নিয়ে তিনি ছুটে চলেন

মহান আল্লাহ তাআলার কাছে দুআ করি তিনি যেন হযরতকে নেক হায়াত দান করেন এবং হযরতের ছায়াকে আমাদের মাঝে দীর্ঘ করেন আমীন

মুফতী ইসহাক মাহমুদ হাফি.-এর বয়ানসমূহ

মুফতী ইসহাক মাহমুদ হাফি.-এর প্রবন্ধসমূহ