মুফতী হারুন ইজহার

Blog Writer Image

মুফতী হারুন ইজহার


জন্ম-

মুফতী হারুন ইজহার  ১৯৭৭ সালে চট্টগ্রাম লালখান গ্রামে জন্মগ্রহণ করেন।


শিক্ষাজীবন-

মুফতী হারুন ইজহার জামেয়াতুল উলুম আল- ইসলামিয়া লালখান বাজার, দারুল উলুম হাটহাজারী

এবং দারুল উলুম করাচীতে পড়াশোনা করেন।


কর্মজীবন-

মুফতী হারুন ইজহার হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ও আল জামিয়া ইসলামিয়া লালখানবাজার মাদ্রাসার সহকারী পরিচালক। তিনি নেজামে ইসলাম পার্টির সভাপতি এবং হেফাজতে ইসলামের সাবেক প্রভাবশালী নেতা মুফতি ইজহারুল ইসলামের ছেলে।


প্রকাশনা-

তার সম্পাদিত ও প্রকাশিত গ্রন্থের তালিকা-

* চেতনার মানচিত্র

* নুসুসের আলোকে জাহিলিয়া

* দারসুল আকিদা

* চেতনার ইশতেহার

মুফতী হারুন ইজহার-এর বয়ানসমূহ