মাওলানা জুবায়ের সাহেব

মাওলানা জুবায়ের আহমেদ ( জন্ম: ১৯৪৫ ) হচ্ছেন বাংলাদেশের রাজধানীর কাকরাইল মসজিদ এর ইমাম এবং বিশ্বব্যাপী দাওয়াত ও তাবলীগ জামাত এর জিম্মাদার আহলে শুরা সদস্য বাংলাদেশ কাকরাইল মসজিদ (ফায়সাল)। মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ বাংলাদেশের তাবলীগ জামাত এর মুরুব্বি ও আহলে হক উলামা হযরতগণের শুরা সদস্য ও প্রধান ফয়সাল।
আন্তর্জাতিক ভাষা তরজমাকারী ও ধর্মীয় কিতাবাদীর রচ্যিতা ও অনুবাদকারী।
শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভি কর্তৃক রচিত ফাজায়েলে 'হজ্জ্ব' নামক কিতাবটি এবং হায়াতুস সাহাবাহ কিতাব সহ আরও বুনিয়াদী বহু কিতাবাদী অনুবাদ করেছেন।