হযরত আমর ইবনুল আস রাযি.

عمرو بن العاص بن وائل السهمي

সকল রাবী একত্রে দেখুন

মৃত্যুসন: ৪২/৪৩ হিজরি

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত আমর ইবনুল আস রাযি. মিশরবিজেতা বিখ্যাত বীর ও বুদ্ধিদীপ্ত সাহাবী। তিনি কুরায়শ গোত্রের শাখা বনু সাহমের লোক। তাঁর সুবিখ্যাত পুত্র দুনিয়াবিমুখ সাহাবী হযরত আব্দুল্লাহ রাযি.-এর নামে তাঁর উপনাম আবূ আব্দুল্লাহ। পিতার নাম 'আস ইবনে ওয়াইল, যিনি কুরায়শ গোত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। মায়ের নাম সালমা বিনতে হারমালা। তার ডাকনাম নাবিগা। তিনি ছিলেন বনু আনযার লোক। ফাকিহা ইবনুল মুগীরা তাকে উকাযের বাজার থেকে ক্রয় করে। তার কাছ থেকে আব্দুল্লাহ ইবনে জুদআন কিনে নেয়। পরে আস ইবনে ওয়াইলের মালিকানায় আসে। আসের ঔরসেই তিনি আমরের জন্মদান করেন। হযরত উমর ফারূক রাযি.-এর চেয়ে তিনি সাত বছরের বড় ছিলেন। তিনি বলতেন, উমর ইবনুল খাত্তাব যেদিন জন্মগ্রহণ করেন সেদিনের কথা আমার মনে আছে। তিনি ৮ম হিজরীতে মক্কা বিজয়ের আগে সফর মাসে ইসলাম গ্রহণ করেন। ঐতিহাসিক যুবায়র ইবনে বাক্কার ও ওয়াকিদীর মতে তিনি হাবশার বাদশা নাজাশীর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। যুবায়র ইবনে বাক্কার উল্লেখ করেন যে, জনৈক ব্যক্তি হযরত আমর ইবনুল আস রাযি.-কে জিজ্ঞেস করেছিল, এতটা প্রখর বুদ্ধিমান... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

عَمْرُو بنُ العَاصِ بنِ وَائِلٍ السَّهْمِيُّ الإِمَامُ، أَبُو عَبْدِ اللهِ - وَيُقَالُ: أَبُو مُحَمَّدٍ - السَّهْمِيُّ. دَاهِيَةُ قُرَيْشٍ، وَرَجُلُ العَالَمِ، وَمَنْ يُضْرَبُ بِهِ المَثَلُ فِي الفِطْنَةِ، وَالدَّهَاءِ، وَالحَزْمِ.هَاجَرَ إِلَى رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مُسْلِماً فِي أَوَائِلِ سَنَةِ ثَمَانٍ، مُرَافِقاً لِخَالِدِ بنِ الوَلِيْدِ، وَحَاجِبِ الكَعْبَةِ عُثْمَانَ بنِ طَلْحَةَ، فَفَرِحَ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بِقُدُوْمِهِمْ وَإِسْلاَمِهِم، وَأَمَّرَ عَمْراً عَلَى بَعْضِ الجَيْشِ، وَجَهَّزَهُ لِلْغَزْوِ. لَهُ أَحَادِيْثُ لَيْسَتْ كَثِيْرَةً؛ تَبْلُغُ بِالمُكَرَّرِ نَحْوَ الأَرْبَعِيْنَ. اتَّفَقَ البُخَارِيُّ وَمُسْلِمٌ عَلَى ثَلاَثَةِ أَحَادِيْثَ مِنْهَا. وَانْفَرَدَ البُخَارِيُّ بِحَدِيْثٍ، وَمُسْلِمٌ بِحَدِيْثَيْنِ. وَرَوَى أَيْضاً عَنْ: عَائِشَةَ. حَدَّثَ عَنْهُ: ابْنُهُ؛ عَبْدُ اللهِ، وَمَوْلاَهُ؛ أَبُو قَيْسٍ، وَقَبِيصَةُ بنُ ذُؤَيْبٍ، وَأَبُو عُثْمَانَ النَّهْدِيُّ، وَعُلَيُّ بنُ رَبَاحٍ، وَقَيْسُ بنُ أَبِي حَازِمٍ، وَعُرْوَةُ بنُ الزُّبَيْرِ، وَجَعْفَرُ بنُ المُطَّلِبِ بنِ أَبِي وَدَاعَةَ، وَعَبْدُ اللهِ بنُ مُنَيْنٍ، وَالحَسَنُ البَصْرِيُّ مُرْسَلاً، وَعَبْدُ الرَّحْمَنِ بنُ شِمَاسَةَ المَهْرِيُّ، وَعُمَارَةُ بنُ خُزَيْمَةَ بنِ ثَابِتٍ، وَمُحَمَّدُ بنُ كَعْبٍ القُرَظِيُّ، وَأَبُو مُرَّةَ مَوْلَى عَقِيْلٍ، وَأَبُو عَبْدِ اللهِ الأَشْعَرِيُّ، وَآخَرُوْنَ. قَالَ الزُّبَيْرُ بنُ بَكَّارٍ: هُوَ أَخُو عُرْوَةَ بنِ... বিস্তারিত পড়ুন

নোট

আবাসস্থলঃ শাম মৃত্যুস্থানঃ ঐ