হাকীম ইবনে হিযাম (রাঃ)

حكيم بن حزام بن خويلد بن أسد الأسدي

সকল রাবী একত্রে দেখুন

মৃত্যুসন: ৫৪ হিজরি

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত হাকীম ইবন হিযাম রাযি. হযরত হাকীম ইবন হিযাম রাযি.-এর পিতার নাম হিযাম ইবন খুওয়ায়লিদ। তিনি কুরায়শ গোত্রের বনূ আসাদের লোক। উপনাম আবূ খালিদ। পিতা হিযাম ইবন খুওয়ায়লিদ ফিজারের যুদ্ধে নিহত হয়েছিলেন। তাঁর মায়ের নাম ফাখিতা বিনতে যুবায়র। উন্মুল মু'মিনীন হযরত খাদীজা বিনতে খুওয়ায়লিদ রাযি. তাঁর ফুফু। হযরত যুবায়র ইবনুল আউওয়াম তাঁর চাচাতো ভাই। তিনি মক্কায় হস্তীবাহিনীর হামলার তেরো বছর আগে জন্মগ্রহণ করেন। তাঁর মা পবিত্র কা'বার তাওয়াফ করছিলেন। এ অবস্থায় প্রসববেদনা শুরু হলে তিনি কা'বাগৃহের ভেতরে চলে যান। সেখানেই হযরত হাকীম রাযি.-এর জন্ম হয়। এটা হযরত হাকীম রাযি.-এর একটি বিশেষত্ব। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁকে অত্যন্ত ভালোবাসতেন। কুরায়শ বংশ যখন বনু হাশিমকে বয়কট করে এবং 'আবূ তালিব উপত্যকায়' অবরুদ্ধ করে রাখে, তখন হাকীম ইবন হিযাম রাযি. বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছিলেন, যদিও তিনি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি। শাম থেকে যেসব বাণিজ্য কাফেলা পোশাক ও খাদ্যসামগ্রী নিয়ে মক্কায় আসত, তিনি তাদের কাছ থেকে তা সব কিনে... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

حَكِيْمُ بنُ حِزَامِ بنِ خُوَيْلِدِ بنِ أَسَدٍ الأَسَدِيُّ ابْنِ عَبْدِ العُزَّى بنِ قُصَيِّ بنِ كِلاَبٍ، أَبُو خَالِدٍ القُرَشِيُّ الأَسَدِيُّ. أَسْلَمَ يَوْمَ الفَتْحِ، وَحَسُنَ إِسْلاَمُهُ. وَغَزَا حُنَيْناً وَالطَّائِفَ. وَكَانَ مِنْ أَشْرَافِ قُرَيْشٍ، وَعُقَلاَئِهَا، وَنُبَلاَئِهَا. وَكَانَتْ خَدِيْجَةُ عَمَّتَهُ، وَكَانَ الزُّبَيْرُ ابْنَ عَمِّهِ. حَدَّثَ عَنْهُ: ابْنَاهُ؛ هِشَامٌ الصَّحَابِيُّ، وَحِزَامٌ، وَعَبْدُ اللهِ بنُ الحَارِثِ بنِ نَوْفَلٍ، وَسَعِيْدُ بنُ المُسَيِّبِ، وَعُرْوَةُ، وَمُوْسَى بنُ طَلْحَةَ، وَيُوْسُفُ بنُ مَاهَكَ، وَآخَرُوْنَ، وَعِرَاكُ بنُ مَالِكٍ، وَمُحَمَّدُ بنُ سِيْرِيْنَ، وَعَطَاءُ بنُ أَبِي رَبَاحٍ. فَأَظُنُّ رِوَايَةَ هَؤُلاَءِ عَنْهُ مُرْسَلَةٌ. وَقَدِمَ دِمَشْقَ تَاجِراً. قِيْلَ: إِنَّهُ كَانَ إِذَا اجْتَهَدَ فِي يَمِيْنِهِ، قَالَ: لاَ وَالَّذِي نَجَّانِي يَوْمَ بَدْرٍ مِنَ القَتْلِ. قَالَ إِبْرَاهِيْمُ بنُ المُنْذِرِ: عَاشَ مائَةً وَعِشْرِيْنَ سَنَةً. وَوُلِدَ قَبْلَ عَامِ الفِيْلِ بِثَلاَثَ عَشْرَةَ سَنَةً. وَقَالَ أَحْمَدُ بنُ البَرْقِيِّ: كَانَ مِنَ المُؤلَّفَةِ، أَعْطَاهُ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - مِنْ غَنَائِمِ حُنَيْنٍ مائَةَ بَعِيْرٍ - فِيْمَا ذَكَرَ ابْنُ إِسْحَاقَ -.وَأَوْلاَدُهُ هُم: هِشَامٌ، وَخَالِدٌ، وَحِزَامٌ، وَعَبْدُ اللهِ، وَيَحْيَى، وَأُمُّ سُمَيَّةَ، وَأُمُّ عَمْرٍو، وَأُمُّ هِشَامٍ. وَقَالَ البُخَارِيُّ فِي (تَارِيْخِهِ) : عَاشَ سِتِّيْنَ سَنَةً فِي الجَاهِلِيَّةِ، وَسِتِّيْنَ فِي الإِسْلاَمِ. قُلْتُ: لَمْ... বিস্তারিত পড়ুন

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy