হযরত আবু যার গিফারী (রাঃ)

أبو ذر جندب بن جنادة الغفاري

সকল রাবী একত্রে দেখুন

মৃত্যুসন: ৩২ হিজরি

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত আবূ যার রাযি. হযরত আবূ যার রাযি.-এর মূল নাম প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী জুনদুব। পিতার নাম জুনাদা এবং মায়ের নাম রামলা। তিনি আবু যার উপনামেই প্রসিদ্ধ। গিফার গোত্রের লোক হওয়ায় তাঁকে আবূ যার গিফারী বলা হয়। তিনি প্রথমদিকের একজন মুসলিম। তিনি বলতেন, আমি ইসলামের ৪র্থ ব্যক্তি। অন্য বর্ণনায় আছে, ৫ম ব্যক্তি। ইসলাম গ্রহণের আগেও তিনি তাঁর নিজের মতো করে নামায পড়তেন এবং হারাম মাসসমূহের মর্যাদা রক্ষা করতেন। সেই জাহিলী যুগে যে কতিপয় লোক মূর্তিপূজা হতে বিরত থেকে সত্যদীনের সন্ধানে ছিলেন, তিনি তাদের অন্যতম। তিনি যখন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা জানতে পারেন, তখন তাঁর সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাঁর ভাইকে মক্কা মুকাররামায় পাঠান। কিন্তু তার ভাই যতটুকু সংবাদ নিয়ে আসেন, তাতে তিনি সন্তুষ্ট হতে পারেননি। শেষে নিজেই মক্কা মুকাররামায় গমন করেন। সেখানে মাসজিদুল হারামে ওঠেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না। কিন্তু কাউকে জিজ্ঞেস করাও নিরাপদ মনে করলেন না। এক বর্ণনায়... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

أَبُو ذَرٍّ جُنْدُبُ بنُ جُنَادَةَ الغِفَارِيُّ وَقِيْلَ: جُنْدُبُ بنُ سَكَنٍ. وَقِيْلَ: بُرَيْرُ بنُ جُنَادَةَ. وَقِيْلَ: بُرَيْرُ بنُ عَبْدِ اللهِ. وَنَبَّأَنِّي الدِّمْيَاطِيُّ: أَنَّهُ جُنْدُبُ بنُ جُنَادَةَ بنِ سُفْيَانَ بنِ عُبَيْدِ بنِ حَرَامِ بنِ غِفَارَ - أَخِي ثَعْلَبَةَ - ابْنَيْ مُلَيْلِ بنِ ضَمْرَةَ أَخِي لَيْثٍ وَالدِّيْلِ، أَوْلاَدِ بَكْرٍ، أَخِي مُرَّةَ، وَالِدِ مُدْلِجِ بنِ مُرَّةَ، ابْنَيْ عَبْدِ مَنَاةَ بنِ كِنَانَةَ. قُلْتُ: أَحَدُ السَّابِقِيْنَ الأَوَّلِيْنَ، مِنْ نُجَبَاءِ أَصْحَابِ مُحَمَّدٍ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-. قِيْلَ: كَانَ خَامِسَ خَمْسَةٍ فِي الإِسْلاَمِ. ثُمَّ إِنَّهُ رُدَّ إِلَى بِلاَدِ قَوْمِهِ، فَأَقَامَ بِهَا بِأَمْرِ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- لَهُ بِذَلِكَ، فَلَمَّا أَنْ هَاجَرَ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- هَاجَرَ إِلَيْهِ أَبُو ذَرٍّ -رَضِيَ اللهُ عَنْهُ- وَلاَزَمَهُ، وَجَاهَدَ مَعَهُ. وَكَانَ يُفْتِي فِي خِلاَفَةِ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ. رَوَى عَنْهُ: حُذَيْفَةُ بنُ أَسِيْدٍ الغِفَارِيُّ، وَابْنُ عَبَّاسٍ، وَأَنَسُ بنُ مَالِكٍ، وَابْنُ عُمَرَ، وَجُبَيْرُ بنُ نُفَيْرٍ، وَأَبُو مُسْلِمٍ الخَوْلاَنِيُّ، وَزَيْدُ بنُ وَهْبٍ، وَأَبُو الأَسْوَدِ الدُّئِلِيِّ، وَرِبْعِيُّ بنُ حِرَاشٍ، وَالمَعْرُوْرُ بنُ سُوَيْدٍ، وَزِرُّ بنُ حُبَيْشٍ، وَأَبُو سَالِمٍ الجَيْشَانِيُّ سُفْيَانُ بنُ هَانِئ، وَعَبْدُ الرَّحْمَنِ... বিস্তারিত পড়ুন

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy