আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯৬৯৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ভাই M.A.পাস। অনেক চেষ্টা করে ও একটা সরকারি চাকরি পাচ্ছে না।বর্তমানে একটি গার্মেণ্টসে চাকরি করে খুবই অল্প বেতনে মাএ দশ হাজার। আমার বাবার ইনকাম এখন নাই বললেই চলে।আমার ফুপীকে আমাদের ই দেখতে হয় এবং তার মেয়েকে ও। আমাদের এমন অনেক problem যা বলা শেষ হবেনা। আমাকে এমন আমল বলেন যেন যা সরকারি চাকরি অথবা বেতন বাড়ে। আর আমি ওই আমল করতে পারবো আমার ভাইয়ার জন‍্য।কেননা আমার ভাই যদি ঠিক মত না করে। আমি ভাইয়ের হয়ে করতে পারব।।

২৬ অক্টোবর, ২০২১
বন্দর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






পরিবারের যিনি কর্তা ব্যক্তি, পরিবারের সদস্যদের ব্যয় ভার যার উপর ন্যস্ত, তিনি বিশেষভাবে আমল করতে হবে। আপনার ভাই যেহেতু চাকুরিপ্রার্থী তিনিও আমলগুলো করতে থাকবেন।

সহজ ও উত্তম রিযিক প্রাপ্তির জন্য বেশি বেশি পড়বে:

اَللّٰہُ لَطِیۡفٌۢ بِعِبَادِہٖ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ ۚ  وَہُوَ الۡقَوِیُّ الۡعَزِیۡزُ ٪

আল্লাহ্ তাঁর বান্দাদের প্রতি অতি দয়ালু; তিনি যাকে ইচ্ছা রিযিক দান করেন। তিনি প্রবল পরাক্রমশালী।
—সূরা আশ্‌-শূরা-১৯

চিন্তা, পেরেশানি, ঋণ, অলসতা ও কাপুরুষতার দূরীকরণে সকাল-সন্ধ্যায় তিনবার তিনবার পড়বে:

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُبِكَ مِنَ الْهَمِّ وَالْحُزْنِ وَ اَعُوْذُبِكَ مِنَ الْعَجْزِ وَ الْكَسَلِ وَ اَعُوْذُبِكَ مِنَ الْجُبْنِ وَ الْبُخْلِ وَ اَعُوْذُبِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَ قَهْرِ الرِّجَالِ

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউজুবিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল জুবুনি ওয়াল বুখুলি ওয়া আউজুবিকা মিন গলাবাতিত দিনি ওয়া কাহরির রিজালি।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা পেরেশানি থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই অপারগতা ও অলসতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কাপুরুষতার ও কৃপণতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের ক্ষোভ থেকে।
—সুনানু আবী দাঊদ ১৫৫৫

ঋণ পরিশোধের দু’আ

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

উচ্চারণঃ আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা ’আন হার-মিকা ওয়াগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াক।

অর্থ : হে আল্লাহ তুমি তোমার হারাম বস্তু হতে বাঁচিয়ে তোমার হালাল রিযিক দ্বারা আমাকে পরিতুষ্ট করে দাও ( হালাল রুজিই যেন আমার জন্য যথেষ্ট হয় ) এবং হারামের দিকে যাওয়ার প্রয়োজন এবং প্রবণতা বোধ না করি এবং তোমার অনুগ্রহ অবদান দ্বারা তুমি ভিন্ন অন্য সকল হতে আমাকে অমুখাপেক্ষী করে দাও।
—আবু দাউদ, ১ : ২১৬ , তিরমিযী হাঃ ৩৫৬৩

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন