প্রশ্নঃ ৯৬৯৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার ইমান সম্পর্কিত দুটি প্রশ্ন রয়েছে। যথাঃ১. যদি আল্লাহ ও রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায় তাহলে আমি এই কাজটি করবো। এ কথাটি ভুল। কিন্তু আমি কি এ কথা বলতে পারব যে, হে আল্লাহ, আমি আপনাকে ও আপনার রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। একথা বললে কি আমার ইমানে ত্রুটি হবে। আমি আমার এলেম দিয়ে বুঝতে পারছি না কথাটা কি বলতে পারব নাকি বলতে পারব না তাই প্রশ্নটা করলাম। আশা করি আমার প্রশনটা বুঝতে পারবেন ও আমাকে সঠিক উত্তর দিয়ে বাধিত করবেন। ২.মূলত আমরা শাইখের দেওয়া আমল,অজীফা ইত্যাদির মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তায়ালাকে পাওয়ার আশা করতে পারি। কিন্তু শাইখ আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে।একথাটা কি ইমানের পরিপন্থী।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهٗ
بِسْمِ اللَٰهِ الرَّحْمـٰنِ الرَّحِيْمِ
(১) উক্ত কথার অর্থ যদি হয় আল্লাহ এবং তার রাসূল সা. এর নির্দেশ মোতাবেক হয় তাহলে আমি করবো। তাহলে উক্ত কথায় কোনো সমস্যা নাই। কিন্তু যদি এর অর্থ হয় ‘‘যেভাবে আল্লাহ চাইলে কোনো কাজ হয় সেভাবে রাসূল সা. চাইলেও কোনো কাজ হবে তাহলে তা শিরক হবে। কেননা রাসূলুল্লাহ সা. ইন্তেকালের পর কোনো কিছুর চাওয়া বা না চাওয়ার ক্ষমতা রাখেন না।
(২) “শাইখ আমাকে আল্লাহর কাছে নিয়ে যাবে’”।একথ বলা ইমানের পরিপন্থী। কেননা, কাউকে আল্লাহ কাছে নিয়ে যাওয়ার
বা কাউকে আল্লাহ পাইয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহ তায়ালা পৃথিবীর কোন মানুষের হাতে অর্পণ করেননি। তবে হ্যাঁ, শাইখ আমাকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখাতে পারেন। ব্যাস ! এতটুকুই। এর উপরে কল্পনা, আশা কিংবা বিশ্বাস করা শিরক।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন