আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

webcomics manga for adalat পড়ার বিধান

প্রশ্নঃ ৯৬২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি কিছু কার্টুন এর এডাল্ট রোমান্টিক গল্প পরি ( ওয়েব কমিক, মাঙ্গা)। আমি এটি বিনোদনের জন্য পরি। আমি অনেক সন্ধান করেছি। এই সম্পর্কে যে এটি পড়া যাবে কিনা বা হারাম কিনা। কিন্তু উত্তরগুলো সরাসরি বলেনা। অনেকে বলে ইসলাম বিনোদনের বাধা দেয়না। কিন্তু তাতে কিছু অন্যরকম সিন থেকে থাকে। তাই আমার প্রশ্নটি হলো এই কমিক পড়া কি হারাম? ধন্যবাদ

৪ জুন, ২০২৪
Kuala Lumpur, Malaysia

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয়প্রশ্ন কারী আপনার প্রশ্ন পড়ে আমরা গুগলে
webcomics manga for adalat লিখে সার্চ করে যেসব ইমেজ দেখতে পেয়েছি (আরো গভীবে প্রবেশ করার প্রয়োজন বোধ করিনি) তাতেই মনে হয়েছে এজাতীয় বই-পুস্তক/সিরিজ মানুষে মধ্যে কুপ্রবৃত্তির জাগরণ ঘটায়। যা শরিয়ত সমর্থিত নয়। কাজেই এজাতীয় গল্প-উপন্যাস পড়া জায়েজ নাই।

আর দাম্পত্য জীবনে প্রবেশের পূর্বে এজাতীয় রোমান্টিকাতায় প্রবেশ করা অকালপক্কতার নামান্তর। বরং ইসলাম দাম্পত্য জীবনকেই যাবতীয় রোমান্টিকতার কেন্দবিন্দুতে পরিণত করেছে। আল্লাহ তায়ালা আমাদের বুঝার এবং আমল কারার তাওফিক দান করুন। ।আমিন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন