আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

রোযা অবস্থায় ঢেকুরের সাথে পানি বা খাবার মুখে এসে ভিতরে চলে গেলে ?

প্রশ্নঃ ৯২৮৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাহরি করার পরে,গ্যাসের জন্য কিংবা অন্য কোন কারনে অনেক সময় রুকু করার সময় কিংবা ঢেকুর তুল্লে সাথে সাথে গলার মধ্যে পানি চলে আসে পেট থেকে,ঢেকুরের পানি টা এমন অবস্থায় থাকে যে সেটি গিলে ফেলা ছাড়া আর কোন উপায় নেই বাইরে ফেলে দেওয়ার, এখন আমার প্রশ্ন হচ্ছে সেই পানি গিলে ফেললে কি আমার রোজা ভেংগে যাবে?

৪ মার্চ, ২০২৫
শিবচর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যদি ঢেকুরের মাধ্যমে খাবার ইত্যাদি গলায় উঠে আসে এবং অনিচ্ছাকৃতভাবে স্বয়ংক্রিয়ভাবে ভেতরে চলে যায়, তাহলে রোজা ভঙ্গ হবে না। তবে, যদি খাবার মুখ পর্যন্ত চলে আসে এবং তারপর ইচ্ছাকৃতভাবে গিলে ফেলা হয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে এবং উক্ত রোজার কাজা আদায় করা আবশ্যক হবে।

الدر المختار مع رد المحتار: (بَابُ مَا يُفْسِدُ الصَّوْمَ وَ مَا لَا يُفْسِدُهُ الْفَسَادُ، 424/2، ط: سعید)
"وَإِنْ ذَرَعَهُ الْقَيْءُ وَخَرَجَ) وَلَمْ يَعُدْ (لَايُفْطِرُ مُطْلَقًا) مَلَأَ أَوْ لَا (فَإِنْ عَادَ) بِلَا صُنْعِهِ (وَ) لَوْ (هُوَ مِلْءُ الْفَمِ مَعَ تَذَكُّرِهِ لِلصَّوْمِ لَايَفْسُدُ) خِلَافًا لِلثَّانِي".
(قَوْلُهُ: لَايُفْسِدُ) أَيْ عِنْدَ مُحَمَّدٍ، وَهُوَ الصَّحِيحُ؛ لِعَدَمِ وُجُودِ الصُّنْعِ؛ وَلِعَدَمِ وُجُودِ صُورَةِ الْفِطْرِ، وَهُوَ الِابْتِلَاعُ وَكَذَا مَعْنَاهُ؛ لِأَنَّهُ لَايَتَغَذَّى بِهِ بَلْ النَّفْسُ تَعَافُهُ، بَحْرٌ".

والله اعلم بالصواب

শাহাদাত হুসাইন ফরায়েজী মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন