আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

পেশাবের ফোঁটা থেকে পরিত্রাণের উপায়

প্রশ্নঃ ৯২৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি যখন নামাজ পড়ি তখন আমার মনে হতে থাকে যে আমার প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু একটা বের হয়েছে। পরে নামায শেষে দেখি সত্যি কিছু বের হয়েছে কিনা, অনেক সময় দেখি কিছু বের হয় নি আবার অনেক সময় দেখি লিংগের মাথায় হাল্কা একটু পানির মত বুঝা যাচ্ছে। অনেক সময় এমন ও হয় যে প্রস্রাব করার ১ ঘন্টা পরেও লিংগের মাথায় পানির মত বুঝা যায়। এমতাবস্থায় আমার করণীয় কি? কিভাবে এর থেকে পরিত্রান পেতে পারি? আমার এক বন্ধুর কাছে শুনেছি প্রস্রাব করার পর পানি ব্যবহার করলে তারপর নামায রত অবস্থায় কিছু বের হলেও নাকি সমস্যা নেই৷সেইটা নাকি পানির সাথে মিশে যায়। কথাটা কতটুকু সত্য? সেই নামায কি আবার পড়তে হবে? দয়া করে বিস্তারিত আলোচনা করবেন৷

৩০ জানুয়ারী, ২০২৫
নামবিহীন রাস্তা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পেশাবের ফোটা থেকে পরিপূর্ন ভাবে পরিত্রাণের জন্য আহসানুল ফাতাওয়ার রচয়িতা মুফতী রশীদ আহমাদ লুধিয়ানবী রহিমাহুল্লাহ একটি পদ্ধতি লিখেছেন। যা খুবই ফলপ্রসূ।
পেশাবের পর মলদ্বার থেকে পুরুষাঙ্গের গোড়া পর্যন্ত শাহাদাত আংগুল দিয়ে চেপে চেপে টান দেবে। এভাবে তিন বার। এরপর অন্ডকোষের মাঝ বরাবর আংগুল দিয়ে সামান্য একটু চাপ দিবে। এতে কয়েক ফোটা পেশাব ঝরতে পারে। এরপর পুরুষাঙ্গের গোড়া থেকে সামনের দিকে টানবে। ইনশাআল্লাহ এর মাধ্যমে পেশাবের ফোটা থেকে পরিপূর্ণরূপে পরিত্রান হবে। মনে রাখতে হবে, কাজগুলো আলতো হাতে করতে হবে।

পেশাব করে পানি ব্যবহারের পর ওযু করার সময় অল্প একটু পানি হাতে থাকা অবস্থায় লুঙ্গি বা পাজামার উপর দিয়েই লজ্জাস্থানের দিকে সামান্য পানি ছিটিয়ে দিবে। যেনো ভিন্ন ভিন্ন জায়গায় ফোঁটা ফোঁটা ভিজে যায়। পরবর্তীতে ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবে।

50 حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ ، وَأَحْمَدُ بْنُ أَبِي عُبَيْدِ اللَّهِ السَّلِيمِيُّ الْبَصْرِيُّ ، قَالَا : حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ ، عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ الْهَاشِمِيِّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " جَاءَنِي جِبْرِيلُ، فَقَالَ : يَا مُحَمَّدُ، إِذَا تَوَضَّأْتَ فَانْتَضِحْ ". هَذَا حَدِيثٌ غَرِيبٌ، وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ : الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْهَاشِمِيُّ مُنْكَرُ الْحَدِيثِ. وَفِي الْبَابِ عَنْ أَبِي الْحَكَمِ بْنِ سُفْيَانَ، وَابْنِ عَبَّاسٍ، وَزَيْدِ بْنِ حَارِثَةَ، وَأَبِي سَعِيدٍ، وَقَالَ بَعْضُهُمْ : سُفْيَانُ بْنُ الْحَكَمِ، أَوِ الْحَكَمُ بْنُ سُفْيَانَ، وَاضْطَرَبُوا فِي هَذَا الْحَدِيثِ.

আবূ হুরাইরা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
নাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, জিবরীল (আঃ) আমার কাছে এসে বললেন, হে মুহাম্মদ! যখন আপনি ওযূ করেন, (পরিধেয় বস্ত্রে) পানি ছিটিয়ে দেন।
—জামে' আত-তিরমিজী, হাদীস নং ৫০

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন