আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সত্যের মাপকাঠি

প্রশ্নঃ ৯০৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের ওলামায়ে কেরাম বলেন: সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আবার আরেক মতাদর্শ বলে: মাপকাঠি নয়। তো আমার প্রশ্ন হলো: তারা কোথায় বলেছে যে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নয়। আমরা কিভাবে সাব্যস্থ করবো যে, সত্যের মাপকাঠি। আশা করি, তাদের কিতাবে কোথায় আছে এবং আমাদের কিতাবে কোথায় আছে? তা বিস্তারিতভাবে বলবেন।

৬ মার্চ, ২০২৪
Unnamed Road

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ঈমানকে মাপকাঠি হিসেবে দাঁড় করিয়েছেন:

وَاِذَا قِیۡلَ لَہُمۡ اٰمِنُوۡا کَمَاۤ اٰمَنَ النَّاسُ قَالُوۡۤا اَنُؤۡمِنُ کَمَاۤ اٰمَنَ السُّفَہَآءُ ؕ اَلَاۤ اِنَّہُمۡ ہُمُ السُّفَہَآءُ وَلٰکِنۡ لَّا یَعۡلَمُوۡنَ

যখন তাদেরকে বলা হয়, যে সকল লোক ঈমান এনেছে তোমরাও তাদের মত ঈমান আনয়ন কর, তারা বলে, ‘নির্বোধগণ যেরূপ ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনব ?’ সাবধান! এরাই নির্বোধ, কিন্তু এরা জানে না।
—আল বাকারা - ১৩

হাদীস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামের একনিষ্ঠতা তথা ইখলাসকে স্বীকৃতি দিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুমিনের সম্মুখে আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন।

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِيْ إِيَاسٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ الأَعْمَشِ قَالَ سَمِعْتُ ذَكْوَانَ يُحَدِّثُ عَنْ أَبِيْ سَعِيْدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لَا تَسُبُّوْا أَصْحَابِيْ فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نَصِيْفَهُ تَابَعَهُ جَرِيْرٌ وَعَبْدُ اللهِ بْنُ دَاوُدَ وَأَبُوْ مُعَاوِيَةَ وَمُحَاضِرٌ عَنْ الأَعْمَشِ

আবূ সা’ঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, আল্লাহ্‌র রসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা আমার সাহাবীগণকে গালমন্দ কর না। তোমাদের কেউ যদি উহুদ পর্বত পরিমান সোনা আল্লাহ্‌র রাস্তায় ব্যয় কর, তবুও তাদের এক মুদ বা অর্ধ মুদ-এর সমপরিমাণ সওয়াব হবে না। জারীর আবদুল্লাহ ইবনু দাউদ, আবূ মু’আবিয়াহ ও মুহাযির (রহঃ) আ’মাশ (রহঃ) হতে হাদীস বর্ণনায় শুবা (রহঃ)-এর অনুসরণ করেছেন।
—সহীহ বুখারী, হাদীস নং ৩৬৭৩

সাহাবায়ে কেরামের সম্পর্কে যারা বিদ্বেষ পোষণ করে অথবা বিরূপ মন্তব্য করে তাদের বইতে আপনি ঐ মন্তব্যগুলো খুঁজতে পারেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন