আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

মুসলিম বাংলা অ্যাপে আরবি তারিখ কেন দুইটি দেখায়?

প্রশ্নঃ ৮৮৫৩৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুসলিম বাংলা অ্যাপে আরবি তারিখ ও অন্য এপসের আরবি তারিখে একদিনের ব্যবধান হচ্ছে, এ কারণে শবে বরাত নিয়ে অনেকে বিভ্রান্ত হচ্ছে, এর সমাধান দিলে উপকৃত হবো!

১০ ফেব্রুয়ারী, ২০২৫
১৮২২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
একদিনের ব্যবধান হওয়ার কোনো সুযোগ নেই। যেমন আজকে শাবান মাসের ১০ তারিখ। আজ সন্ধার পর দেখবেন এখানে ১১ তারিখ শো করবে। কেননা আরবিতে রাত আগে আসে। তাই সূর্য ডোবার সাথে সাথেই আরবি তারিখ পরিবর্তন হয়ে যায়। কিন্তু ১১ তারিখের বামপাশে ১০ কে একটি ক্রস চিহ্ন দিয়ে দেখানো হবে। কিন্তু রাত ১২ টার পর এটিও আর থাকবে না। শুধু ১১ তারিখিই শো করবে। এর উদ্দেশ্য হলো বাংলা কিংবা ইংরেজী হিসেবে যেহেতু রাত ১২টার পর তারিখ পরিবর্তন হয় তাই চলমান তারিখটাকেও (ক্রস চিহ্ন দিয়ে) দেখানো হয়। তা না হলে সন্ধার পর আরবি তারিখ দেখেও অনেকে সংশয়ের মধ্যে পড়ে যায়।
আজ রাতে যদি বিষয়টি খেয়াল করেন তাহলে আশা করছি আপনার সংশয় দূর হবে।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন