আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

দাওয়া ও ইদাদ কি

প্রশ্নঃ ৮৭৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শাইখ দাওয়া ও ইদাদ কি আমি বুঝি না। আমকে বুঝিয়ে বলবেন।

২৩ মে, ২০২৫
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
দাওয়াহ হলো- আল্লাহর পথে আহ্বান। অর্থাৎ- আল্লাহর একত্ববাদকে মেন নিয়ে, রিসালাতের উপর প্রতিষ্ঠিত থেকে, আখেরাতের পাথেয় অর্জনের জন্য খিলাফাত প্রতিষ্ঠার সংগ্রামে মানুষকে আহ্বান করাই হলো ‘দাওয়াহ’।
আর ই’দাদ হচ্ছে- প্রস্তুতি গ্রহণ করা।
অর্থাৎ- আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যথাযথ অস্ত্র, সরঞ্জামাদী ও শারীরিক যোগ্যতা প্রস্তুত রাখাকে ই’দাদ বলে, এটি একটি ওয়াজিব বিধান। আল্লাহ তা’আলা ই’দাদ এর আদেশ করে ইরশাদ করেন-
اَعِدُّوۡا لَهُمۡ مَّا اسۡتَطَعۡتُمۡ مِّنۡ قُوَّۃٍ وَّ مِنۡ رِّبَاطِ الۡخَیۡلِ تُرۡهِبُوۡنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَ عَدُوَّکُمۡ وَ اٰخَرِیۡنَ مِنۡ دُوۡنِهِمۡ ۚ لَا تَعۡلَمُوۡنَهُمۡ ۚ اَللّٰهُ یَعۡلَمُهُمۡ ؕ وَ مَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ یُوَفَّ اِلَیۡکُمۡ وَ اَنۡتُمۡ لَا تُظۡلَمُوۡنَ ﴿۶۰﴾
অর্থাৎ- আর তোমরা তাদের মুকাবিলার জন্য যথাসাধ্য প্রস্তুত রাখ শক্তি ও অশ্ব বাহিনী, তা দিয়ে তোমরা ভীত-সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে, তোমাদের শত্রুকে এবং এরা ছাড়া অন্যদেরকে যাদেরকে তোমরা জান না, আল্লাহ তাদেরকে জানেন । আল্লাহ্‌র পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার পূর্ণ প্রতিদান তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের প্রতি যুলুম করা হবে না। (আনফালঃ ৬০)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন