আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৩৮১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম যদি আমার পিরিয়ড মধ্য রাতে ভালো হয় ৪ টার দিকে তাহলে কি আমার ওইদিনের এশার নামাজ এবং বেতের পড়তে হবে?হানাফি মাজহাব বাদে বাকি ৩ মাজহাবের মতে এশারের ওয়াক্ত ১১ঃ৩০ এর আগেই শেষ হয়ে যায়। আর যদি এইরকম হয় যে আমার পিরিয়ড ভালো হয়েছে কিনা নিশ্চিত হওয়ার জন্য আরো কিছু সময় অপেক্ষা করতে হয় আর এইদিকে যদি নামাজের ওয়াক্ত শেষ হয়ে যেতে থাকে তাহলে কি করবো?

১ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়ালাইকুমুস সালাম,
আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাধা যায় এতটুকু সময় বাকি থাকা অবস্থায় যদি কোন মহিলার পিরিয়ড বন্ধ হয়ে যায় তাহলে ওই মহিলার উপর ঐ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। হানাফী মাযহাব অনুসারে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এশার নামাজের ওয়াক্ত বাকী থাকে । সুতরাং প্রশ্নোল্লেখিত সুরতে আপনার উপর এশার নামাজ ফরজ হয়েছে। হা, রক্ত বন্ধ হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে গিয়ে যদি একান্ত ওই সময় নামাজ না পড়ে থাকেন, তাহলে পরবর্তীতে তা কাযা আদায় করে নিতে হবে।
সূত্র-
(ফতোয়ায়ে তাতারখানিয়া-১/৪৮৫পৃঃ, হেদায়া-১/৬৫পৃঃ, বাহরুর রায়েক- ১/৩৫৫ পৃঃ)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন