আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৩২৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখআমার কাছে ২৮০০০০ টাকা আছে এখন এই টাকার কি যাকাত আদায় করতে হবে। এই টাকার অংশীদার আমি এবং আমার আর ৩ ভাই আছে। আর যাকাত দেওয়া লাগলেও আমার ইচ্ছা ৫০০০০০ হলে স্বনের হিসাবে যাকাত আদায় করব।

৩০ আগস্ট, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়ালাইকুমুস সালাম,
আপনার নিকট থাকা ২৮০০০০টাকার এক বৎসর অতিবাহিত হলে এর যাকাত আদায় করতে হবে। কেননা আপনারা চার ভাই এটাকে বন্টন করে নিলেও প্রত্যেকের ভাগে যে টাকা পড়বে, তা নেসাব পরিমাণ সম্পদের চেয়েও বেশি। সুতরাং প্রত্যেকের অংশের উপর’ই যাকাত আসবে। কেননা যৌথ মালিকানা সম্পদের ক্ষেত্রে প্রত্যেকেই যদি স্বতন্ত্রভাবে নেসাব পরিমাণ মালের মালিক হয়, তাহলে প্রত্যেকের উপর’ই যাকাত ফরজ হবে।
সুতরাং আপনি ও আপনার অন্য সকল ভাইয়েরা যেহেতু প্রত্যেকেই স্বতন্ত্রভাবে নেসাব পরিমাণ মালের মালিক তাই আপনিসহ প্রত্যেকেই যাকাত দিতে হবে।
আর যদি কারো কাছে কিছু নগদ অর্থ এবং কিছু স্বর্ণ-রুপা থাকে, তাহলে তাকে রুপার মূল্য হিসেবে ধরে যাকাত আদায় করতে হয়। সুতরাং রুপার মূল্য হিসেবে যেহেতু আপনাদের উপর যাকাত ফরজ হয়ে গেছে, তাই ৫০০০০০টাকা হওয়া পর্যন্ত বিলম্ব করার কোনো সুযোগ নেই। যখনই ফরজ হবে তখনি আদায় করে দিতে হবে।
প্রমাণাদি
(আদদুররুল মুখতার, খন্ড নং-২, পৃষ্ঠা-২৯৫, ফতোয়ায়ে হিন্দিয়াহ খন্ড নং-১ পৃষ্ঠা- ১৭৮, ফতোয়ায়ে তাতারখানিয়া, খন্ড নং-২ পৃষ্ঠা-১৭৩, আহসানুল ফতোয়া খন্ড নং-৪ পৃষ্ঠা-৩৯৪, )

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন