আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

চিন্তা ও বিষন্নতা থেকে মুক্তির আমল

প্রশ্নঃ ৮১০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিষন্নতা থেকে মুক্তির জন্য ইসলামের দিক নির্দেশনা কি আছে জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।

২৭ এপ্রিল, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মনের বিষণ্নতা, চিন্তা-পেরেশানি, অলসতা ও ঋণের বোঝা থেকে মুক্তি পেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর শেখানো এই দোয়া ফজর ও মাগরিবের পর তিনবার পড়ুন-

اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبة الدين وقهر الرجال

হে আল্লাহ ! আমি আপনার কাছে চিন্তা পেরেশানি থেকে আশ্রয় চাই এবং আশ্রয় চাই অপারগতা ও অলসতা থেকে এবং আশ্রয় চাই কাপুরুষতার ও কৃপণতা থেকে এবং আশ্রয় চাই ঋণের বোঝা ও মানুষের ক্ষোভ থেকে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন