আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮০৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কোন ব্যক্তি মূমুর্ষ অবস্থায় সন্তানের ব্যাপারে অসিয়ত করল যে ওমুক মেয়েকে সন্তানের সাথে বিবাহ করাতে কিন্তু, বাবার মৃত্যুর পর সন্তান ওই মেয়ের সাথে বিবাহ করতে যদি রাজি না হয়, সেইক্ষেত্রে সন্তানের ব্যাপারে ইসলামের বিধান কী?

১৭ আগস্ট, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



পিতা-মাতার ওসিয়ত পূর্ণ করা সন্তানদের জন্য ওয়াজিব, যদি সে ওসিয়ত শরীয়ত বিরোধী না হয়।

পিতার ওসিয়তকৃত সেই মেয়েটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুপযুক্ত না হলে ছেলের জন্য আবশ্যক হলো এই মেয়েকে বিবাহ করা।

تنفيذ وصية الميت واجب ، وعدم تنفيذها أو تغيير حكمها ، مع توفر شروط صحتها لا يجوز ، ومرتكب ذلك آثم ؛ لقول الله تعالى :

فَمَنۡۢ بَدَّلَہٗ بَعۡدَمَا سَمِعَہٗ فَاِنَّمَاۤ اِثۡمُہٗ عَلَی الَّذِیۡنَ یُبَدِّلُوۡنَہٗ ؕ  اِنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ؕ

এটা শোনার পর যদি কেউ এর পরিবর্তন সাধন করে, তবে যারা পরিবর্তন করবে অপরাধ তাদেরই। নিশ্চয়ই আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
—আল বাকারা - ১৮১

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর