আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বিষাদসিন্ধুর বিভিও দেওয়া কি জায়েজ?

প্রশ্নঃ ৭৯৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইউটিউবে যে বিষাদ সিন্ধু বা আরো অনান্য হাদিস যে থাকে সেগুলি বিভিও দেখা যাবে??

২৩ মে, ২০২৪
জামালপুর

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মুহতারামা, আপনার প্রশ্নটি অস্পষ্ট।
স্পষ্ট করে প্রশ্ন করুন। ধন্যবাদ।

আর বিষাদ সিন্ধু এটা কোন হাদীসের কিতাব নয়, এখানে হাদীসের পরিবর্তে জাল বর্ণনা পাবেন।
মীর মোশাররফ রচিত বিষাদ সিন্ধু ইসলামের সত্য ইতিহাসের এক বিকৃত ও অসত্য উপস্থাপন, এটাতে জাল ও অসত্য তথ্যে ভরপুর। এটা পড়া উচিত নয়।

এতে ঈমান বিধ্বংসী বিষয় রয়েছে।
১-সাহাবা সম্পর্কে প্রচুর মিথ্যাচার করা হয়েছে। বিশেষত হযরত মুআবিয়া রাঃ সম্পর্কে।
২- কারবালার ঘটনার বানোয়াট ও বিকৃত উপস্থাপন।

আর এসব কাহিনী অবলম্বনে নির্মিত ভিডিও সম্পর্কে কথা হলো, সেসব দেখা মোটেও জায়েয নেই।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর