আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৯৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আালাইকুম। রোযা কত বছর থেকে ফরজ হয়? ফরজ হওয়ার পর থেকে কি সব কাযা রোযা রাখতে হবে? যখন বুঝতামনা তখন অনেক রোযা এমনি এমনি ভেঙ্গে ফেলেছি,এগুলো ও কি এখন রাখতে হবে?

১১ আগস্ট, ২০২১
ফটিকছড়ি

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعليكم السلام ورحمة الله

রোযা বালেগ হবার পর থেকেই ফরয হয়ে যায়।

বালেগ হবার পর থেকে যতগুলো ফরয রোযা ইচ্ছায়-অনিচ্ছায়, না বুঝে ভেঙ্গেছেন সেইসব রোযাগুলোর কাযা+কাফফারা করে নিতে হবে।

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য করণীয় হলো,

১- বালেগ হবার পর থেকে বিগত রমযানগুলোতে যেসব রোযা রেখে বিনা ওজরে ভেঙে ফেলেছেন সেসব রোযার জন্য একটি কাফফারা আদায় করাই যথেষ্ট হবে।

২- তার সাথে আপনাকে বিগত রমযানগুলোতে যে কয়টি রোযা ভেঙেছেন কিংবা একেবারেই রাখেননি এগুলোর হিসাব করে প্রত্যেকটির জন্য একটি করে রোযা কাযা করে নিতে হবে।

কাফফারা হল, চন্দ্রমাস হিসেবে পূর্ণ দুই মাস কিংবা ধারাবাহিক ৬০ টি রোযা রাখা। রোযা রাখতে সক্ষম না হলে ৬০ জন ফকির-মিসকীনকে দুই বেলা পেট ভরে খাওয়াতে হবে। অথবা প্রত্যেককে এর মূল্য দিয়ে দিতে হবে।

-খুলাসাতুল ফাতাওয়া ১/২৬০; ফাতাওয়া বায্যাযিয়া ৪/১০২; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৩৯৪; আদ্দুররুল মুখতার ২/৪১৩
-সুনানে দারাকুতনী ২/১৯১; ফাতাওয়া খানিয়া ১/২১৩, ২১৫; খুলাসাতুল ফাতাওয়া ১/২৫৬, ২৬০; বাদায়েউস সানায়ে ২/২৫৪, ২৫৯; ফাতহুল কাদীর ২/২৬১; আলবাহরুর রায়েক ২/২৭৭; রদ্দুল মুহতার ২/৪১৩

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর