আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৯৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!আমার প্রশ্ন হলো কোন অমুসলিম ব্যক্তির মৃত্যু সংবাদ শুনে "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন" বলা যাবে কি না? বিস্তারিত দলিল সহ উত্তর জানিয়ে বাধিত করবেন।

১১ আগস্ট, ২০২১
বিএনপি বাজার - তেতই তলা সড়ক

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعليكم السلام ورحمة الله



সাধারণত কারো মৃত্যুর সংবাদ শুনলে আমরা বলে উঠি- ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। এটি একটি ইসলামী ও কুরআনী বাক্য, যার দ্বারা আমরা প্রকাশ করি বেদনার অভিব্যক্তি।

আপনি ইন্নালিল্লাহ শব্দটির অর্থের দিকে খেয়াল করলেই এর হুকুমটি বুঝে যাবেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন এর মানে হল, “নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমরা আল্লাহ তাআলার দিকেই ফিরে যাবো”।

এবার বলুন, এ শব্দ বলাতে হিন্দু মুসলিম কোন পার্থক্য করার প্রয়োজন রয়েছে? এটিতো আমরা নিজেকে প্রবোধ দিচ্ছি, নিজেকে মৃত্যুর কথা স্বরণ করিয়ে দিচ্ছি। এতে হিন্দু মুসলিমের কোন ব্যাবধান নেই। তাই এটি অমুসলিম মারা গেলেও বলতে সমস্যা নেই।

তবে অমুসলিম মারা গেলে তার জন্য মাগফিরাত ইত্যাদি দোয়া করা শরীয়তে নিষিদ্ধ।
সে দোয়া করা যাবে না।

আল্লাহ তাআলা বলেন-

مَا كَانَ لِلنَّبِیِّ وَ الَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ یَّسْتَغْفِرُوْا لِلْمُشْرِكِیْنَ وَ لَوْ كَانُوْۤا اُولِیْ قُرْبٰی مِنْۢ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُمْ اَنَّهُمْ اَصْحٰبُ الْجَحِیْمِ

“নবী ও যারা ঈমান এনেছে তাদের পক্ষে মুশরিকদের জন্য মাগফিরাতের দোয়া করা সংগত নয়, তারা তাদের আত্মীয়-স্বজন হলেই বা কি এসে যায়, যখন একথা সুষ্পষ্ট হয়ে গেছে যে, তারা জাহান্নামেরই উপযুক্ত।”(সূরা আত তওবা : ১১৩)


والله اعلم بالصواب

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন