আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৯১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, Assalamualikum, মহিলাদের গভ্কালীন নেক সন্তানের হওয়ার জন্য কিছু সহীহ আমল, ও সহজে নরমাল ডেলিভারীর জন্য কোন আমল,, প্রসব বেদনা শুরু হলে কোন আমল করলে উপকৃত হবো,, জানালে উপকৃত হতাম,,

১১ আগস্ট, ২০২১
NY ১০০২৪

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






নেক সন্তানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পর এবং প্রতিদিন নূন্যতম দু'রাকাত সালাতুল হাজত পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকুন।

বেশি বেশি পড়ুন :

رَبَّنَا ہَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّاجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

প্রতিপালক ! আমাদের জন্যে এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যারা হবে আমাদের জন্যে নয়নপ্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্যে অনুসরণযোগ্য।
—আল ফুরকান - ৭৪

গর্ভকালীন সম্ভব হলে দৈনিক একবার সূরা মারইয়াম তিলাওয়াত করুন।
এই আমলের ফলে সন্তান নেক হবে এবং সহজে প্রসব হবে ইনশাআল্লাহ।

প্রসব বেদনা আরম্ভ হলে কোন আল্লাহওয়ালা মুত্তাকী আলিমের মাধ্যমে সূরা ইনশিকাকের প্রথম পাঁচটি আয়াত কয়েকবার এবং সূরা আ'বাসা এর ২০ নং আয়াত ১৪০ বার পড়ে পানিতে দম করিয়ে প্রসূতি মাকে খেতে দিন। ইনশাআল্লাহ সহজে প্রসব হবে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন