আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৭৭১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাসিক নিয়মিত হওয়ার দোয়া এবং দোয়া কখন পড়তে হয়

৭ আগস্ট, ২০২১
নারায়ণগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



অনিয়মিত ঋতুস্রাব (মাসিক) ও বেদনার চিকিৎসা:
যদি কোন স্ত্রীলোকের মাসিক রীতিমতো না হয়, যার কারণে ব্যথায় কষ্ট পায়, তাকে নিম্নবর্ণিত কুরআনুল কারীমের আয়াত তিনটি কোন আল্লাহ ওয়ালা মুত্তাকী আলিম এর মাধ্যমে লিখে কোমরে বেঁধে দিবে। এমন ভাবে বাঁধতে হবে, যেন তাবিজ জরায়ুর উপরে থাকে। ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে।

আয়াত তিনটি এই :

وَجَعَلۡنَا فِیۡہَا جَنّٰتٍ مِّنۡ نَّخِیۡلٍ وَّاَعۡنَابٍ وَّفَجَّرۡنَا فِیۡہَا مِنَ الۡعُیُوۡنِ ۙ

এতে আমি সৃষ্টি করি খর্জুর ও আঙুরের উদ্যান এবং এতে উৎসারিত করি প্রস্রবণ,
—ইয়াসীন - ৩৪

لِیَاۡکُلُوۡا مِنۡ ثَمَرِہٖ ۙ وَمَا عَمِلَتۡہُ اَیۡدِیۡہِمۡ ؕ اَفَلَا یَشۡکُرُوۡنَ

যাতে এরা আহার করতে পারে এর ফলমূল হতে, অথচ এদের হস্ত তা সৃষ্টি করে নাই। তবুও কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না ?
—ইয়াসীন - ৩৫

اَوَلَمۡ یَرَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ کَانَتَا رَتۡقًا فَفَتَقۡنٰہُمَا ؕ وَجَعَلۡنَا مِنَ الۡمَآءِ کُلَّ شَیۡءٍ حَیٍّ ؕ اَفَلَا یُؤۡمِنُوۡنَ

যারা কুফরী করে তারা কি ভেবে দেখে না যে, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে, এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম ; এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে; তবু কি এরা ঈমান আনবে না ?
—আল আম্বিয়া - ৩০

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন