আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

গর্ভবতী নারীর ডেলিভারি বা সিজার পুরুষ ডাক্তার দ্বারা করানোর বিধান কি?

প্রশ্নঃ ৭৫৬৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আমার প্রশ্ন যদি কোন গর্ভবতী নারীর সন্তান ডেলিভারিতে বা সিজারের সময় কোন পুরুষ ডাঃ করে তাহলে কি কোন গুনাহ হবে। বিশেষ করে এসব করার সময় মহিলা এবং পুরুষ ডাঃ উভয় থাকে তাহলে করণীয় কি।

২৬ জুলাই, ২০২১
WCMB৭৮০৫، ৭৮০৫ شارع ابن سينا، ২১৯৩، حي حصيدة، القريات ৭৭৪৫৫، السعودية (SA)

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সন্তানাদি প্রসবের সময় সাধারণ প্রসবের চেষ্টা করা উচিত।
আদিকাল থেকে সন্তান সাধারণ নিয়মে প্রসব হতো। এখনো বিশ্বের উন্নত অনুন্নত রাষ্ট্রে ব্যাপকভাবে নরমাল ডেলিভারি হচ্ছে।

কেউ কেউ আমাদের দেশের নারীদের শারীরিক দুর্বলতার অজুহাতে সিজারে উৎসাহ দিচ্ছে। তারা বলছে; এখানকার ভেজাল খাদ্য খেয়ে আমাদের নারীদের স্বাস্থ্যের করুণ দশা।
আমরা তাদের উদ্দেশ্য করে বলবো; আমাদের দেশের সকল পশুপাখি আমাদের এই ভেজাল খাদ্য খেয়ে জীবন ধারণ করছে। তাদের তো একটা বাচ্চাও সিজারে জন্ম হচ্ছে না। তবে কেন আমাদের নারীদেরকে ভুল বুঝিয়ে সিজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে?

একদল দুষ্টু ডাক্তার রয়েছে, যারা প্রসূতি মা ও তার গার্ডিয়ানকে এমনভাবে ভীতসন্ত্রস্ত করে, যার ফলে তাদের মস্তিষ্ক ওভাবেই তৈরি হয় এবং পরিস্থিতি সিজারের দিকে গড়িয়ে যায়।
দেখুন ২০২০ সালে লকডাউন পরিস্থিতির কারণে এদেশের ৯০ ভাগ প্রসুতি মা নরমাল ডেলিভারি করেছে। সিজার হয়নি। এতে কী প্রমাণ হয়? গেল বছর ঐ দুষ্টু ডাক্তারগুলো ভয়ে ঘরে পালিয়ে ছিল। তখন আমাদের মায়েরা সাধারণ নিয়মে বাচ্চা প্রসব করেছে। এটাই হওয়া উচিত।

যাই হোক, কঠিন সংকটময় পরিস্থিতির শিকার হলে বাচ্চা সিজারের প্রয়োজনে পুরুষ ডাক্তার দ্বারাও সিজার করানো যেতে পারে। যদি মহিলা ডাক্তার না পাওয়া যায়।

মহিলা ডাক্তার পাবেন খিদমাহ হসপিটাল, আদ্দিন হসপিটাল, সিকদার ওমেন্স মেডিকেল কলেজে। এ ধরনের কিছু কিছু হাসপাতালে শুধু মহিলা ডাক্তার দ্বারা সিজার করে। পুরুষ থাকে না। সেগুলোতে নিয়ে যেতে পারেন। যথাসাধ্য চেষ্টা করুন।

আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের বিপদ-আপদ থেকে হিফাজত করুক। ঈমান-আমল ও লজ্জা সংরক্ষণের তৌফীক নসীব করুক। আমীন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন