আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭৫৫৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। বর্তমানে হাসপাতাল গুলোতে রোগীর সেবা করার জন্য ও হাসপাতাল পয়ঃনিষ্কাশন এর জন্য আয়া, বোয়া রাখা হয়।তারা অনেক সময় রোগীর অনেক সেবা-যত্ন এবং রোগীর বিছানা, আসবাবপত্র পরিস্কার করে দেয়।যদি রোগীর অভিভাবক খুশি হয়ে তাদের কিছু টাকা উপহার হিসেবে দেয় (তারা গরিব হিসেবে), তাহলে কি এটা ঘুষ হবে?

২৫ জুলাই, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






আমাদের যতটুকু জানা, অনেক হাসপাতালে এসমস্ত আয়াদেরকে রাখার সময় কর্তৃপক্ষ তাদের বেতন ধার্য করতে এভাবেই করে যে, তুমি কিছু সালামি রোগীদের কাছ থেকে পাবে। আর সেটা আনুমানিক ১০% - ২০% হবে। বাকিটুকু কর্তৃপক্ষ তাদেরকে বেতন হিসেবে দেয়।
এমনিভাবে রেস্টুরেন্টের মেসিয়ারদের ক্ষেত্রেও একই কান্ড হয়ে থাকে।
ঐ ধরনের হাসপাতলে আয়াদেরকে সালামী দেওয়া যাবে। ঘুষ হবে না।
আর যেসব হাসপাতলে কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা লেখা থাকে, সে হাসপাতলে আয়াদেরকে সালামী দেওয়া যাবে না। সেখানে না দেওয়াটাই নিরাপদ।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন