মুসলিম বিবাহ

আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

কি আমল করলে মৃত্যর সময় আল্লাহ আমার উপর খুশি থাকবেন?

প্রশ্নঃ ৭৪২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন কি করলে আমি বুঝতে পারবো যে আমার মৃত্যর সময় আমার আল্লাহ আমার উপর খুশি থাকবেন? আমার শেষ সময় একমাত্র আমার আল্লাহকে খুশি করাতে সক্ষম হবে?,

২৫ জুলাই, ২০২৫

কেরানীগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


শিরক মুক্ত ঈমানের উপর অটল অবিচল থাকা, রিয়া মুক্ত নেক আমলগুলো নিয়মিত জারি রাখা, বিদআত মুক্ত সুন্নতি জীবন যাপন করা। এটিই একমাত্র পথ। যার ফলে মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসবে।
পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-

اِنَّ الَّذِیۡنَ قَالُوۡا رَبُّنَا اللّٰہُ ثُمَّ اسۡتَقَامُوۡا تَتَنَزَّلُ عَلَیۡہِمُ الۡمَلٰٓئِکَۃُ اَلَّا تَخَافُوۡا وَلَا تَحۡزَنُوۡا وَاَبۡشِرُوۡا بِالۡجَنَّۃِ الَّتِیۡ کُنۡتُمۡ تُوۡعَدُوۡنَ

যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ্’, এরপর অবিচলিত থাকে, তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে, ‘তোমরা ভীত হয়ো না, চিন্তিত হয়ো না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্যে আনন্দিত হও।
—হা-মীম সেজদাহ্ - ৩০

نَحۡنُ اَوۡلِیٰٓؤُکُمۡ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَفِی الۡاٰخِرَۃِ ۚ  وَلَکُمۡ فِیۡہَا مَا تَشۡتَہِیۡۤ اَنۡفُسُکُمۡ وَلَکُمۡ فِیۡہَا مَا تَدَّعُوۡنَ ؕ

‘আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও আখিরাতে। সেখানে তোমাদের জন্যে রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্যে রয়েছে যা তোমরা র্ফমায়েশ কর।’
—হা-মীম সেজদাহ্ - ৩১

نُزُلًا مِّنۡ غَفُوۡرٍ رَّحِیۡمٍ ٪

এটা ক্ষমাশীল, পরম দয়ালু আল্লাহ্ র পক্ষ হতে আপ্যায়ন।
—হা-মীম সেজদাহ্ - ৩২

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মোহাম্মদপুর, ঢাকা।

প্রসঙ্গসমূহ:

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৯৮৩১৯

ইসরাঈলী পণ্য ব্যবহার করার হুকুম কি?


৭ এপ্রিল, ২০২৫

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাহাদাত হুসাইন ফরায়েজী

৮৮৪৬৫

দুআ কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত


৯ ফেব্রুয়ারী, ২০২৫

করিমগাঞ্জ

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী আবু সাঈদ

৭৭৭৮৭

জিমেইল ফেসবুক আইডি বিক্রি প্রসঙ্গ


২১ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি সাইদুজ্জামান কাসেমি

৯৯৩২৬

স্বপ্নে না চাইতেও মদ খাওয়া


২১ এপ্রিল, ২০২৫

ঢাকা ১২০৫

question and answer icon

উত্তর দিয়েছেনঃ ইসহাক মাহমুদ