আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭০৪৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুমশায়খ,শয়তানের নেক সুরাতে ওয়াওয়াসা সম্পর্কে কিছু বললে ভালো হয় কেননা আমার অনেক সময়ে সন্দেহ হয় যে অমুক কাপড় পাক হয়নি,অমুল অঙ্গ ধোয়া হয়নি তো আমি ছেড়ে দেই।পাত্তা দেইনা কিন্তু শায়েখ যদি সত্যিই আমার সন্দেহ সত্য হয় তাহলে তো কোন সলাতই সহিহ হবে না।তাই শয়তানের ওয়াসওয়াসা কোনটি তা চেনার কিছু উপায় যদি বলতেন তো ভাল হতো।মায়াসসালামাহ্।

৫ জুলাই, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






অজু-গোসল ও কাপড় ধোয়া ইত্যাদির ক্ষেত্রে সুন্নত তরীকা অনুসরণ করবেন। অর্থাৎ ওযুর অঙ্গগুলো তিনবার করে ধৌত করবেন। কাপড় তিনবার ধোবেন। এরপর যদি সন্দেহ হয় যে, অমুক অঙ্গ শুকিয়ে আছে। অমুক অঙ্গ ধোয়া হয়নি। কাপড় মনে হয় পবিত্র হয়নি। তাহলে বুঝে নিতে হবে, এটি ওয়াসওয়াসাহ। এটাকে প্রশ্রয় দেয়ার সুযোগ নেই। তখন মনে মনে পড়ে নিন-

لا حول ولا قوّة إلا بالله العلي العظيم

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন