আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৭০৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,,,, আমি মোঃ শফিকুল ইসলামপ্রশ্ন ★- বর্তমানে কিছু যুবক ভাইয়েরা ইহুদী খেলোয়াড় ভক্ত,, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদী খেলোয়াড়দের নানান ভাবে সর্মথন করে,,,এটা ইসলামে কতোটুকু জায়েজ ???

৫ জুলাই, ২০২১
নারায়নগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






কাফির মুশরিকদের ভক্ত হওয়া তো অনেক দূরের বিষয়, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখা পর্যন্ত হারাম।

ইসলামের মৌলিক একটি বিষয় হল: "আল ওয়ালা ওয়াল বারা" অর্থাৎ আল্লাহর জন্য কারো সাথে বন্ধুত্ব রাখা, আবার আল্লাহর খুশির জন্য কারো সঙ্গে দূরত্ব বজায় রাখা, সব ধরনের সম্পর্ক ছিন্ন করা।

পবিত্র কুরআনুল কারীম কতইনা স্পষ্ট বলেছে-

قَدۡ کَانَتۡ لَکُمۡ اُسۡوَۃٌ حَسَنَۃٌ فِیۡۤ اِبۡرٰہِیۡمَ وَالَّذِیۡنَ مَعَہٗ ۚ اِذۡ قَالُوۡا لِقَوۡمِہِمۡ اِنَّا بُرَءٰٓؤُا مِنۡکُمۡ وَمِمَّا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ۫ کَفَرۡنَا بِکُمۡ وَبَدَا بَیۡنَنَا وَبَیۡنَکُمُ الۡعَدَاوَۃُ وَالۡبَغۡضَآءُ اَبَدًا حَتّٰی تُؤۡمِنُوۡا بِاللّٰہِ وَحۡدَہٗۤ اِلَّا قَوۡلَ اِبۡرٰہِیۡمَ لِاَبِیۡہِ لَاَسۡتَغۡفِرَنَّ لَکَ وَمَاۤ اَمۡلِکُ لَکَ مِنَ اللّٰہِ مِنۡ شَیۡءٍ ؕ رَبَّنَا عَلَیۡکَ تَوَکَّلۡنَا وَاِلَیۡکَ اَنَبۡنَا وَاِلَیۡکَ الۡمَصِیۡرُ

তোমাদের জন্যে ইব্রাহীম ও তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, ‘তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহ্ র পরিবর্তে যার ‘ইবাদত কর তার সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তোমাদেরকে মানি না। তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্যে ; যদি না তোমরা এক আল্লাহ্তে ঈমান আন।’
তবে ব্যতিক্রম তার পিতার প্রতি ইব্রাহীমের উক্তি : ‘আমি নিশ্চয়ই তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করব; এবং তোমার ব্যাপারে আল্লাহ্ র নিকট আমি কোন অধিকার রাখি না।’ ইব্রাহীম ও তার অনুসারিগণ বলেছিল, ‘হে আমাদের প্রতিপালক ! আমরা তোমারই ওপর নির্ভর করেছি, তোমারই অভিমুখী হয়েছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট।
—আল মুম্‌তাহিনাহ্‌ - ৪

প্রচলিত খেলার আসরগুলো বিশেষত ফুটবল খেলার বিশ্ব আসর শরীয়তের আলোকে বৈধতার কোনো সুযোগ নেই। অনর্থক কাজে সময়ের অপচয়, অর্থ-সম্পদ নষ্ট করা, বেহায়াপনা ও অশ্লীলতার ছড়াছড়ি হওয়া সহ অগণিত অসংখ্য হারাম ও নাজায়েয এর সয়লাব হয়ে যাওয়া এই আসরগুলো কিছুতেই বৈধতার পরিমণ্ডলে থাকে না। এমন অবৈধ বিষয়ের সমর্থক বা ভক্ত হওয়া কিভাবে জায়েয হবে?

হাদীস শরীফে আছে মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাশর।

আমাদের কোন মুসলমান কি এইসব কাফিরদের সঙ্গে হাশরে থাকতে চাইবে? সেটি না চাইলে তাদের ভক্ত হওয়ারও সুযোগ নেই।

আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ নসীব করুক। এইসব অনর্থক ও হারাম কাজ থেকে আমাদেরকে নিবৃত থাকার তৌফিক নসীব করুক। আমীন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর