আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সাহাবাদের ঈমান শিখতে নয় থেকে তের বৎসর সময় লেগেছিল কাথাটা কি ঠিক ?

প্রশ্নঃ ৬৭৮৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুসম্মানিত মুফতী সাহেবঃ সাহাবাদের ঈমান শিখতে নয় থেকে তের বৎসর সময় লেগেছিল কাথাটা সঠিক না বেঠিক একটু জানাবেন কোরআন ও হাদিসের আলোকে।

২০ ফেব্রুয়ারী, ২০২৩
Kolkata

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আলহামদুলিল্লাহ, ঈমান হাসিল করার জিনিস। ঈমান শিখতে হয়, সাহাবায়ে কিরামও রাসুলে কারীম সাঃ থেকে ঈমান শিখেছিলেন।
যেমনটি অনেক সাহাবীর ভাষ্য দ্বারা বুঝে আসে।

دَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ نَجِيحٍ، - وَكَانَ ثِقَةً - عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا ‏"‏ ‏
জুনদুব ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম। আমরা ছিলাম শক্তিশালী এবং সক্ষম যুবক। আমরা কুরআন শেখার পূর্বে ঈমান শিখেছি, অতঃপর কুরআন শিখেছি এবং তার দ্বারা আমাদের ঈমান বেড়ে যায়। (ইবনে মাজাহ-৬১)

কিন্ত প্রশ্নোল্লিখিত কাথাটা সঠিক নয়।
সাহাবাদের ঈমান শিখতে নয় থেকে তের বৎসর সময় লেগেছিল একথাটা প্রমাণিত নয়।
এর কোন সুত্রপরম্পরা নেই, বিশুদ্ধ হওয়া তো দূরে থাক। সাহাবায়ে কিরাম রাসুলে কারীম সাঃ থেকে ঈমান শিখেছিলেন এবং মেহনত করেছিলেন এটা ঠিক আছে, কিন্ত 'নয় থেকে তের বৎসর সময় লেগেছিল' এই সংযুক্তিটা মোটেও সহীহ নয়।
আমাদের অনেক ভাই বয়ানে-আলোচনায় অতি উৎসাহী হয়ে এরূপ বলে ফেলেন।
অতএব, আমাদের কথাবার্তায় বিশেষত দীনী কথাবার্তায় আরো বেশী সতর্কতা কাম্য।
জানা না থাকলে জেনে বলি, তবুও ভুল ও অসত্য না বলি। আল্লাহ তাওফীক দিন।

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ইফতা বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন