আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

আউয়াবীন নামাজের ফজিলত

প্রশ্নঃ ৫৯৯১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাগরিবের নামাজ এর পর ৬ রাকাত নফল নামাজ আদায়ের ফজিলত

২৫ এপ্রিল, ২০২৪
Kakchira

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আউয়াবীনের নামাযের সময় ও তার ফজীলত
মাগরিবের ফরজ ও সুন্নাতের পর ইশার ওয়াক্ত হওয়ার পূর্ব পর্যন্ত আউয়াবীনের নামাযের সময়। এ সময়ে নফলের নিয়তে কমপক্ষে ছয় রাক‘আত ঊর্ধ্বে বিশ রাক‘আত পর্যন্ত নামায পড়া যায়। এ নামাযকে আউয়াবীনের নামায বলে।

হাদীস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি মাগরিবের সুন্নাতের পর ছয় রাক‘আত নফল নামায পড়বে, সে বার বছর ইবাদতের সমান ছাওয়াব লাভ করবে। (জামে তিরমিযী, ১ : ৯৮)

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন