আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

আসরে দুইটা ওয়াক্ত দেখায় কেন?

প্রশ্নঃ ৫৯৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসরের ২ টা ওয়াক্ত দেয়া আছে, আমার প্রশ্ন হল শাফেয়ী লিখে যে ওয়াক্ত টা দেয়া আছে ওই সময় অনুযায়ী নামায পরলে কি হবে? তখন থেকেই কি আসর নামাযের ওয়াক্ত শুরু হয়ে যায়? (যদিও আমরা হানাফি মাজহাবের) আর শুধু আসরের সময়ের ক্ষেত্রেই কেন শাফেয়ী, হানাফি আলাদা আলাদা সময়,অন্য ওয়াক্তের সময় গুলু তো আলাদা না! আর ইসলামে মাজহাব এর গুরুত্ব কতটুকু? প্লিজ উত্তর দিবেন। এই বিষয় টা নিয়ে আমি বেশ চিন্তিত, প্রায়ই শাফেয়ী সময় অনুযায়ী নামায পরি, আমার নামায কি হচ্ছে এই সময় অনুযায়ী পরলে? জানাবেন প্লিজ।

২৪ অক্টোবর, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته

বর্তমানে হজ করতে গেলে কোন এজেন্সি অথবা সরকারের ভায়া না হয়ে যেমন হজ্জ করতে পারবেন না। তদ্রূপ ইসলামের যেকোনো বিধিবিধান মানতে গেলে মাযহাবগুলোকে সামনে রেখে মানতে হয়। যারা মাযহাব মানে না বলে দাবি করে, তারা তাদের এই মতামতের মাযহাবকে আরো কঠিনভাবে মানে।

আসরের শুরু ওয়াক্তের ব্যাপারে মাযহাবের ইখতেলাফ বড় আকারে। অন্যান্য ওয়াক্তে সেটি নেই। এজন্য আমাদের এ্যাপে ওয়াক্ত দুইটি দেখানো আছে।
যেহেতু আপনি হানাফী মাযহাব অনুসরণ করেন সেহেতু "আসর হানাফি" যে ওয়াক্ত দেখানো আছে তার পূর্বে নামায পড়া যাবেনা।
(আপনি যখন হজ বা ওমরাহ করতে যাবেন তখন ভিন্ন প্রেক্ষিতে অনন্যোপায় হয়ে "আসর শাফেয়ী" এই ওয়াক্ত অনুসরণ করবেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন