আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আমল!!

প্রশ্নঃ ৪০৫৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে, আগামীকাল বুধবার আমার বাচ্চার প্রথম জন্ম দিন আামি তার মঙ্গলকামনায় কি দোয়া বা সূরা পড়তে পারি।

১৫ সেপ্টেম্বর, ২০২৩
Unnamed Road

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
জন্মদিন, জন্মবার্ষিকী এমনিভাবে মৃত্যুবার্ষিকী পালন করা জায়েজন নয়। এটা সম্পূর্ণই অমুসলিমদের সংস্কৃতি। কাফির-মুশরিকদের সংস্কৃতি থেকে মুসলমানদের মাঝে এর প্রচলন অনুপ্রবেশ করেছে। এবং মুসলমানেরা এই অপসংস্কৃতিকে আপন করে নিয়েছে।

অনৈসলামিক যেকোনো রীতি নিতি পালন করা মুসলমানদের জন্য জায়েজ নয়। কেননা অমুসলিমদের ধর্মীয় রীতিনিতি বা জাগতিক যেসকল কাজ ইসলাম পরিপন্থি সেগুলো পালন করা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ ‏"‏ ‏.

ইবনু ‘উমার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে।
—সুনানে আবু দাউদ, হাদীস নং ৪০৩১

কাজেই জন্মদিন উপলক্ষে কোনো কিছু করা বা পালন কা জায়েজ হবে না। বরং সন্তানের জন্য আপনি যেকোনো দিন, যেকোনো সময়ই কল্যাণের দোয়া করতে পারেন। তার জন্য নিয়মিত কুরআন তেলাওয়াত, সুরা ইয়াসিন, সুরা ইখলাস, আয়াতুল কুরসি, দুয়া ইউনুস, ইত্যাদী আয়াত পড়ে, দান সদাকা করে দোয়া করতে পারেন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন