আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রতিবেশী কাকে বলে?

প্রশ্নঃ ৩৯৮৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লহি , আমার প্রশ্ন হলো, যারা বাড়া বাসায় থাকে তারা তো একজায়গায় স্থায়ী থাকে না,তাই যাকে আজ প্রতিবেশি হিসেবে জানি কাল হয়তো সে প্রতিবেশির মধ্যে পড়ে না।অনেকে বলে স্থানীয় না হলে প্রতিবেশির মধ্যে পড়ে না।এ ক্ষেত্রে শরিয়তের ভাষায় প্রতিবেশি সম্পর্কে যদি জানান উপকৃত হবো।

৮ সেপ্টেম্বর, ২০২৩
Chittagong - Rangamati-Khagrachhari Rd

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আরবি জার শব্দের অর্থ প্রতিবেশি। প্রতিবেশি তারাই যারা নিজের অবস্থানের আশেপাশে অবস্থান করে। সে বন্ধু হোক অথবা শত্রু হোক। সে মুসলাম হোক বা কাফের হোক, কৃপণ হোক বা দানশীল হোক, উপকারী বা অপকারী হোক। যাই হোক না কেনো সেই প্রতিবেশি। হযরত হাসান (রা:) বর্ণনা করেছেন যে নিজের অবস্থান থেকে ডান দিকে ৪০ ঘর, বাম দিকে ৪০ ঘর, সামনে ৪০ ঘর, পেছনে ৪০ ঘর এই পর্যন্ত যারা অবস্থান করবে তারাই প্রতিবেশি। বর্তমান যুগে বহুতল ভবনে অবস্থান করেন, ফ্ল্যাটে অবস্থান করেন তারাও এর আলোকেই প্রতিবেশির আওতার মধ্যে চলে আসবেন।

والله اعلم بالصواب

মুফতি মোহাম্মদ আমীর হোসাইন মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর