আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

জীবিকার জন্য ইউরোপ যাওয়া জায়েজ?

প্রশ্নঃ ৩৯৭২৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ইতালিতে থাকি এখানে নজরের হিফাজত করা অনেক কঠিন, এখন আমার করণীয় কি?

২ সেপ্টেম্বর, ২০২৩
৮০১৪৬ Napoli NA

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় ভাই! আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পঠিয়েছেন অল্প কিছু দিনের জন্য। এ জীবনে আমরা কেউ চিরাকাল থাকতে পারবো না। আর দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদের জীবকার প্রয়োজন রয়েছে। আর জীবিকা আমাদেরকে হালাল পদ্ধতিতে উপার্জন করতে হবে। এ জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বৈধ পথে জীবকা অন্বেষণের কথা বলেছেন। তবে জীবিকা উপার্জন করতে গিয়ে কোনোক্রমেই অবৈধ পথ অবলম্বন করা যাবে না, বা এমন কোনো পথে চলা যাবে না যেখানে নিজের ঈমাল-আমল নিরাপদ নয়। এ জন্য ইসলামিক দেশগুলোতে জীবিকার বৈধ উপায় পাওয়া গেলেও শুধুমাত্র জীবিকা অর্জনের জন্য অনৈসলামিক দেশে যাওয়া উচিত নয়। তবে যদি কেউ ইসলামী দেশে খোঁজাখুঁজি করেও জীবিকার উপায় না পায় এবং অনৈসলামিক দেশে গিয়ে ঈমান-আমল এবং ইসলামী সংস্কৃতি ও আচার-আচরণ রক্ষা করে জীবিকা অর্জন করে, তবে তার অনুমতি রয়েছে।

প্রশ্নে বর্ণিত অবস্থায় আপনাকে এমন যায়গায় উচিত বা এমন কাজ বেছে নেওয়া উচিত যেখানে আপনি নজরের হিফাজত করতে পারবেন। আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবীর মাধ্যমে নারী-পুরুষ সবাইকে আদেশ করেছেন, ‘মুমিনদের বলুন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। ঈমানদার নারীদের বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাযত করে।’ (সুরা নূর, আয়াত : ৩০-৩১ )

والله اعلم بالصواب

মুফতি জাওয়াদ তাহের মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন