আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ইমামকে সেজদায় পেলে করণীয়

প্রশ্নঃ ৩৮৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামায়াতে ঈমামকে সিজদায় পেলে,তখন তাকবীরের পর কি হাত বেঁধে, তারপর কি সিজদায় যাব।

২৭ জুন, ২০২৫
G৮F৮+VCM

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


তাকবীরে তাহরীমার পর হাত বাধতে হয় যদি সূরা ক্বিরাত এর কিছু অংশ পড়া হয়। ইমাম সাহেবকে সাজদা অবস্থায় পেলে তাকবীরে তাহরীমার পর যেহেতু কিছু পড়া হবে না, সেহেতু হাত বাধতে হবে না। বরং আরেকটি তাকবীর বলে সাজদায় চলে যাবে।

وَإِنْ أَدْرَكَ الْإِمَامَ فِي الْقَعْدَةِ لَا يَأْتِي بِالثَّنَاءِ بَلْ يُكَبِّرُ لِلِافْتِتَاحِ ثُمَّ لِلِانْحِطَاطِ ثُمَّ يَقْعُدُ.
ফাতাওয়া হিন্দিয়া

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন