আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৭৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১.ইউটিউব বা ফেসবুকে ইসলামী চ্যানেল দেখা বা বক্তব্য দেখা বা শোনা যাবে কি?২.স্মার্ট ফোন ব্যবহার সম্পর্কে হক পন্থি ওলামদের মতামত কি?

২ ডিসেম্বর, ২০২০
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


১. ইউটিউব বা ফেসবুকে ইসলামিক চ্যানেল দেখা বা বক্তব্য শোনা যাবে।
সতর্ক থাকতে হবে, ইসলামী চ্যানেলের নামে বহু অনৈসলামিক ও ভিন্ন মতাবলম্বী চ্যানেল রয়েছে। যাদের বক্তব্য ও উপস্থাপনায় বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। সেগুলো অবশ্যই বর্জন করতে হবে।
২. স্মার্ট ফোন ব্যবহার সম্পর্কে আলেমদের মতামত : যোগাযোগ মাধ্যম ও আধুনিক যন্ত্র হিসেবে এ ফোনের ব্যবহারের সুযোগ রয়েছে। তবে কোনোভাবেই অন্যায় ভাবে ব্যবহার করা যাবে না। যেমন ফল কাটার ছুরি রান্নাঘরের কাটাকাটির জন্য এর ব্যবহারে কারো দ্বিমত নেই। তবে এই ছুরি দিয়ে মানুষকে ভীতসন্ত্রস্ত করা বা সন্ত্রাসী কার্যক্রম করার কোন অবকাশ নেই।
অনুরূপ বৈধ কাজে স্মার্টফোনের ব্যবহার জায়েয। অবৈধ কাজে এর ব্যবহার নাজায়েয।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُحَرِّمُوۡا طَیِّبٰتِ مَاۤ اَحَلَّ اللّٰہُ لَکُمۡ وَلَا تَعۡتَدُوۡا ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡمُعۡتَدِیۡنَ

হে মুমিনগণ, তোমরা ঐসব সুস্বাদু বস্তু হারাম করো না, যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন এবং সীমা অতিক্রম করো না। নিশ্চয় আল্লাহ সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না।
সূরা মা-ইদাহ ৮৭

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন