আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বাধ্য হয়ে ব্যাংকে চাকুরী করা

প্রশ্নঃ ৩৬৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বর্তমানে একটা প্রচলিত ব্যাংকে চাকরি করছি. যা হারাম. ইসলামী ব্যাংকে চাকরি করাটাও সমীচীন নয় কারণ সন্দেহের অবকাশ আছে. কোন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলে সেখানেও তো মালিক ব্যাংক থেকে লোন কিংবা ব্যাংকের মাধ্যমে লেনদেন করেই তার ব্যবসা পরিচালনা করছেন. এখানে কাজ করাটাও কতোটা নিরাপদ. আমি হালাল ভাবে উপার্জন করতে চাই কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে আমার জন্যে. বর্তমানে একটা চাকরি পাওয়া তাও খুব একটা সহজ কাজ নয়. এমতাবস্থায় আমি কি করবো যেখানে আছি সেটাই কি চলবে না হলে কোন পেশায় গেলে আমি আল্লাহ্‌র হুকুম মেনে চলতে পারবো. আমি পরিবারের বড়ো ছেলে. পরিবারের ব্যয় ভার আল্লাহ্‌র ইচ্ছায় আমি পালন করে যাচ্ছি. বাবা মা সবার কথা বিবেচনা করে হুট করে কোন সিদ্ধান্তে যেতে পারছিনা. আমি উত্তর দাতার কাছে বিনয়ের সাথে একটা ভালো সমাধান আশা করছি. বিষয়টা বুঝাতে গিয়ে আমি ভুল ভাবে কিছু উপস্থাপন করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন.

৮ জুন, ২০২৪
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


আল্লাহ তায়ালার কাছে দোয়া করতে থাকুন। সঙ্গে চেষ্টা চালিয়ে যান। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য অন্যায় থেকে বের হওয়ার পথ খুলে দেন।
আপাতত সন্দেহাতীত হালাল উপার্জনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বর্তমান উপার্জন ব্যবস্থা ছাড়বেন না।

وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا

আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিস্কৃতির পথ করে দেবেন।
এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দেবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্যে একটি পরিমাণ স্থির করে রেখেছেন।

সুরা তালাক ৬৫:২-৩

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন