আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৬১৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামুআলাইকুম ۔জীবন বীমায় সুদ মুক্ত বীমা করা যাবে কিনা ? শরীয়ত কি বলে এই বেপারে ?আসিফ নূর খন্দকার

১১ নভেম্বর, ২০২০
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সুদমুক্ত "জীবনবীমা" বলতে কী বোঝানো হচ্ছে, আমাদের জানা নেই। জীবন বীমাতে সুদ ও জুয়া বিদ্যমান। তাই জীবন বীমা সম্পূর্ণ নাজায়েয।
জীবন বীমা কোম্পানিতে চাকরি করাও নাজায়েয। এবং সেখান থেকে প্রাপ্ত বেতন ও পেনশন সবই হারাম উপার্জন।

আলমুহীতুল বুরহানী ৮/৬৩
আলইখতিয়ার ২/৫৬৮
রদ্দুল মুহতার ৬/৩৮৬
আলবাহরুর রায়েক ৮/২০১
ফিকহুন নাওয়াযিল ৩/২৭৫
আহকামুল মালিল হারাম পৃ. ৭৪

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন