আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সম্মিলিতভাবে মাসনুন আমল।

প্রশ্নঃ ৩৪৮৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রতিদিন ফজরের নামাজের পরে ঈমাম সাহেব মুসল্লিদের কে এক সাথে আউযুবিল্লাহ হিসসামীয়ল আলিমি মিনাশশাইততানির্ রাজিম 3 বার এবং সুরা হাশোরের শেষের 3 আয়াত 1বার পাঠ করেন।এটা কোরআন ও হাদিস এর আছে???

১৬ জুন, ২০২৩
ওয়েস্ট বেঙ্গল ৭৪১১৫৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ফজর ও মাগরিবের নামাজের পর সুরা হাশরের শেষ তিনটি আয়াত পড়ার ওপর হাদিস শরিফে ফজিলত উল্লেখ রয়েছে। কিন্তু নবী (সা.) প্রত্যহ ফজরের পর সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে উক্ত আয়াতগুলো পড়তেন, তা কোনো কিতাবে পাওয়া যায় না।
তাই বর্তমানেও ইমাম-মুক্তাদি সবাই ব্যক্তিগতভাবে উক্ত আয়াতগুলো পড়বে। তবে মুসল্লিদের শেখানোর জন্য তাদের ইমাম সাময়িকভাবে উচ্চৈঃস্বরে পড়লে কোনো আপত্তি নেই। (তিরমিজি, হাদিস : ২৯২২, আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু : ১/৮২৩, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ২/১৪০।

والله اعلم بالصواب

মুফতি মোহাম্মদ আমীর হোসাইন মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন