আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৩৪৭৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের মধ্যে অজু ভেঙ্গে গেলে কি করবো?নামাজ কি ছেড়ে গিয়ে অজু করে নতুন করে নামাজ শুরু করবো?নাকি নামাজ চালিয়ে যাবো?

৫ নভেম্বর, ২০২০
Kharera ৩৪৬০

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


নামাজের মধ্যে ওযু চলে গেলে নামাজ ছেড়ে ওযু করতে যাবেন। ওযু করে এসে নতুন করে নামাজ পড়বেন। তবে যদি মাঝখানের এই সময়টুকুতে ওযুর কাজ ছাড়া অন্য কোন কাজে লিপ্ত না হয়ে থাকেন তবে নামাজের বাকি অংশটুকু পড়া যেতে পারে।

عَنْ عَلِيِّ بْنِ طَلْقٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا فَسَا أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَلْيَنْصَرِفْ فَلْيَتَوَضَّأْ، وَلْيُعِدِ الصَّلَاةَ ".
সুনানু আবী দাউদ ২০৫

عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تُقْبَلُ صَلَاةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ ". قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ : مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ ؟ قَالَ : فُسَاءٌ أَوْ ضُرَاطٌ.
বোখারী ১৩৫

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন