আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

নারীর হজ ফরজ হওয়ার শর্ত

প্রশ্নঃ ৩৪২০০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন গৃহিণী। মোহরানা বাবদ ৫ লাখ টাকার গহনা পাই। তখন কেউ বলেছিল যে, আমার উপর হজ ফরজ। গহনার দাম কিছু বেড়ে কমে ২০২৩ সালে ৫ লাখ ২৬ হাজার টাকার যাকাত দিয়েছি। আমার উপর কি তখন হজ্ব ফরজ ছিল? এখন তো মাথা পিছু ৮ লাখ টাকা হজ বাবদ নির্ধারণ করা হয়েছে। তবে কি এখন আমার উপর হজ্ব ফরজ হয়েছে? (২০২১ সালে আমার কাছে প্রায় ছয় লাখ এর মতো গহনা ও টাকা ছিল তাহলে তখন কি আমার উপর হজ ফরজ হয়ে গিয়েছিল?) ডাক্তারদেরকে অনেক সময় ঔষধ কোম্পানির পক্ষ থেকে বিভিন্ন ধরনের খাবার এবং stationary জিনিস পত্র দিয়ে থাকে। কোন ধরনের চুক্তি ইত্যাদি ছাড়াই। এখন এসব খাবার জিনিস কি সে ডাক্তারের ফ্যামিলি মেম্বার রা খেতে কিংবা ব্যবহার করতে পারবে? নাকি অন্য কাউকে দিয়ে দিতে হবে? ওরা ওভার অল সবাইকেই দিয়ে থাকে এগুলো।,

২২ জুন, ২০২৩

আশুগঞ্জ

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


প্রিয় বোন, যাকাতের ক্ষেত্রে যেমন নেসাবের শর্ত আছে, হজের ক্ষেত্রে এরকম নয়। বরং বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া-আসা এবং প্রাসঙ্গিক খরচাদির ব্যবস্থা থাকলেই হজ ফরজ হয়ে যায়। কেননা, আল্লাহ তাআলা বলেন,
وَلِلّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً
মানুষের মধ্যে যারা সেখানে পোঁছার সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ। (সূরা আল ইমরান ৯৭)
তবে পুরুষের মতো আর্থিক ও শারীরিক সামর্থ্যবান হলেই নারীর ওপর হজ ফরজ হয় না, বরং নারীর জন্য কিছু অতিরিক্ত শর্ত পূরণ হওয়া জরুরি। যেমন,
স্বামী বা মাহরাম ব্যতীত মহিলাদের হজে গমন শরিয়তের দৃষ্টিতে জায়েজ নয়, তাই মাহরামের হজের খরচ সম্পন্ন করার সক্ষমতা থাকা। কেবল নিজের হজ করার সামর্থ্য থাকলেও নারীর জন্য হজ ফরজ হয় না। (বাহরুর রায়েক ২/৩৩৯)
উল্লেখ্য, এটা ভিন্ন কথা যে, মাহরাম যদি ফরজ হজ করতে যায়, সেক্ষেত্রে তার সঙ্গে গেলে খরচ দেওয়ার প্রয়োজন হয় না।
প্রিয় বোন, আমাদের ঠিক জানা নেই, ২০২১ সালে ছয় লাখ টাকা দিয়ে আপনি এবং আপনার সঙ্গে একজন মাহরাম পুরুষ হজ সম্পন্ন করতে পারতেন কিনা; যদি উত্তর 'হ্যাঁ' হয় তাহলে আপনার ওপর হজ ফরজ হয়েছিল। আর যদি উত্তর 'না' হয় তাহলে আপনার ওপর হজ ফরজ হয় নি।
আর যেহেতু একবার হজ ফরজ হলে, তা আর কখনো মাফ হয় না। (আহসানুল ফতোয়া, খণ্ড: ০৪, পৃষ্ঠা- ৫২৮) সুতরাং যদি উক্ত আলোচনার আলোকে আপনার ওপর হজ ফরজ হয়ে থাকে তাহলে অহেতুক হজ আদায়ে বিলম্ব করার গুনাহ থেকে আল্লাহর কাছে তাওবা করুন এবং আদায়ের সক্ষমতার ফিরে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করার পাশাপাশি চেষ্টা অব্যাহত রাখুন ।
প্রিয় বোন, নিয়ম হল, এক সঙ্গে একাধিক প্রশ্ন না করা। এতে শিরোনাম বসানোসহ আরো কিছু জটিলতা তৈরি হয়। তাই আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর পেতে হলে নিয়ম মেনে পুনরায় প্রশ্ন করুন। আমাদের সঙ্গে থাকার জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমীন।

والله اعلم بالصواب

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য ()

কোনো মন্তব্য নেই।

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

৩৬৫৭৬

ইহরাম অবস্থায় সেলাইযুক্ত ব্যাগ ব্যবহার করা যাবে কি?


২১ জুলাই, ২০২৩

ঢাকা

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শাইখ উমায়ের কোব্বাদী

৭৭৬৭৬

মাসজিদুল হারামে ইমাম সাহেব যেখানে দাঁড়ান তাঁর চেয়ে এগিয়ে দাঁড়ানো যাবে?


২০ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা ১২০৮

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতী নাঈম সিদ্দীকী বিন আব্দুস সাত্তার

৬৩৫০৩

কোনো গরীব ব্যক্তি হজ করার পর, সম্পদশালী হলে পুনারায় হজের বিধান কী?


৭ জুন, ২০২৪

টঙ্গী

question and answer icon

উত্তর দিয়েছেনঃ মুফতি জাওয়াদ তাহের

২৫৪৬৫

সৌদি থেকে ওমরাহ পালন


২৪ নভেম্বর, ২০২২

Madhabkunda Road

question and answer icon

উত্তর দিয়েছেনঃ শফিকুল ইসলাম হাটহাজারী

Logoমুসলিম বাংলা
play storeapp store
TopOfStack Software © 2025 All rights reserved. Privacy Policy