আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সূর্যাস্তের সময় ওই দিনের আসরের নামাজ

প্রশ্নঃ ৩৪১৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হলো সূর্যস্ত যাওযার সময় যেই হারম ওয়াক্ত রয়েছে ঐ সময় কি ঐ দিনের আসরের নামায পড়া যাবে একটু বিস্তারিত কোরআন হাদিসের আলোকে বর্ননা করে আমাকে বাধ্য করিবেন হযরত

৭ জুন, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সূর্যাস্তের সময়ও ওইদিনের আসরের নামাজ আদায় করা জায়েজ আছে। তবে তা মাকরূহ। আর আসরের নামাজে থাকাবস্থায় সূর্যাস্ত হয়ে গেলেও আসরের নামাজ নষ্ট হয় না। তবে এ অবস্থায় নামাজ আদায় হয়ে গেলেও যেহেতু তা মাকরূহে তাহরিমি হয়, তাই সূর্য হলুদ বর্ণের হওয়ার আগেই মুস্তাহাব ওয়াক্ত থাকতেই আদায়ের ব্যাপারে যত্নবান হতে হবে। আলমাবসুত, সারাখসি : ১/১৫২, হাশিয়াতুত তাহতাবি আলাদ্দুর : ১/৩০৩)

والله اعلم بالصواب

মুফতি মোহাম্মদ আমীর হোসাইন মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন